মিথ্যা (কবিতা)
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২১ জুন, ২০১৩, ১১:২০:৫২ রাত
মিথ্যা
নাসিমা খান
আমরা যারা মিথ্যা বলি
মিথ্যা বলা ছাড়ি,
মিথ্যা আমায় ধবংশ করে
মিথ্যাচারী মাড়ি ।
রাসুল বলেন মিথ্যা হলো
সকল পাপের হোতা,
মিথ্যা বলে যখন তখন
ধবংশ করি মাথা ।
সত্য বলে মরিও যদি
সেই মরণই ভালো
শহিদ হবো জ়্বলবে বুকে
পাক কোরানের আলো ।
তোমরা যারা মিথ্যা বলো
ভন্ডামীতে সেরা
চোগোল খোর আর মিথ্যাবাদী
পড়বেই সেদিন ধরা ।
বিষয়: বিবিধ
১৩৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন