কাকের চোখ (কবিতা)
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২০ জুন, ২০১৩, ১১:৪৬:৩৭ রাত
কাকের চোখ
নাসিমা খান
এক শিশি যৌবন
উপচে পড়ে গেলো
চিলে কোঠার রোদ্রুরে ,
জ্বলে পুড়ে খাক হোলো
রক্তের মত লাল
একদল লালসা ।
ফর্সা চামড়ার ভাজে
সিপনের শাড়িটাতে মিশে গেলো
লোভাতুর কাকের চোক্ষু ,
বিড়ালের বেদনা দু চোখ
ঠিক যেন অসহায়
সদ্যজাত হরিণ শাবক ।
ইলিশের স্বাদ শুধু
সুঘ্রাণে নাকেতে তার,
কাকের ঠোটের ফাকে
সবটুকু সুখ তার
এখন বিড়াল দেখে
অসহায় চোখের খাচে ।
তেলাপোকা ঝাপ্টে পাখা
লাল বেনারশি তার
ছিল প্রয়োজন ,
ছিচকে মশার দলে
দৃষ্টি তুলে অবাক বিস্ময়ে
জিহ্বার স্বাধ নিতে চায়,
অনেক দুরের পথে
কাকের চক্ষু এখন
দুঠোটের ফাকে ।।
বিষয়: বিবিধ
১৫৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন