শব্দহীন শব্দ

লিখেছেন লিখেছেন নাসিমা খান ১৯ জুন, ২০১৩, ০৯:১৯:৩৬ রাত



নাসিমা খান

আমি আজ নির্বাসিত এক নিরবিচ্ছিন্ন

মনুষ্যহীন দ্বীপে,

আমাকে আড়াল করেছে বিক্ষুব্ধ স্লোগানে

যথার্থ অভিবাদন মেলেনি বলে,

আমাকে প্রতাড়িত হতে হলো

সিলমোহরে রেজিস্ট্রি দলিলে,

আমি স্বপ্নহারা বেদনার পথে

রঙ্গিন ঘুড়ির প্রত্যাশা ছেড়ে

বালকের হাতে লাটাই দিই পরশীর উঠোনে,

সেখানে সীমানার বদনাম ঘুচাই আজো ফেলানী ,

তারকাটার তারে ঝোলে ভালোবাসার ব্যাপ্তি ।

বিনা অজুহাতে ধর্মের গলায় পড়ে বেইজ্জতের

তেলো রশি,

আমার বিদ্রোহ শুনে ,ব্যাকরনের পোস্টে ঝোলে

অর্থহীন কিছু আমার আমিত্ব,

পোস্টমর্টেমের দায়ভার পড়ে বেকসুর হিনার হাতে,

যদিও জানে না সে,

কিসে শক্ত ইটের গাথুণী আজ লোমহর্ষক

কিছু বেদুইনের হাতে

সীমানার মানচিত্র ।

বুকের রক্তে আগলে রাখে স্বঘাতি কিছু বেদুইন আত্মা,

আমি তার বিতৃষ্ণা ঘুচাই

বেহায়া শব্দ চয়নে,

এখনও তার আছি বলে

আমার এ বখে যাওয়া সুদর্শন মনটা

চিলের চোখে খোজে লাল সবুজের ঝান্ডা ।

আমি আজ নির্বাসিত এক নিরবিচ্ছিন্ন

মনুষ্যহীন দ্বীপে,

আমাকে আড়াল করেছে বিক্ষুব্ধ স্লোগানে

যথার্থ অভিবাদন মেলেনি বলে,

আমাকে প্রতাড়িত হতে হলো

সিলমোহরে রেজিস্ট্রি দলিলে,

আমি স্বপ্নহারা বেদনার পথে

রঙ্গিন ঘুড়ির প্রত্যাশা ছেড়ে

বালকের হাতে লাটাই দিই পরশীর উঠোনে,

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File