ঝড(কবিতা)
লিখেছেন লিখেছেন নাসিমা খান ১৭ জুন, ২০১৩, ০৮:৩৩:৫০ সকাল
ঝড়
নাসিমা খান
দেশের মাঝে বকের ছানা
তুলছে দেখো ঝড়,
ঘূর্ণি ঝড়ে হুমড়ি খেলো
দেখো উল্টো এ কারবার ।
ঝড় উঠেছে, ঝড় উঠেছে,
চলছে ঝড়ের মিছিল,
বেকুব ঝড়ের কান্ড দেখে
অবাক বুঝি নিখিল ।
রেলের মাঝে টাকার ঝড়ে
মন্ত্রী খেলো কিল,
বিয়ের রাতে পালিয়ে গেল
হরি দাসীর চিল ।
চুরির ঝড়ে উপড়ে পড়ে
মানি রাখার ট্যাংক,
তাই নাকি আজ বিশ্ব জুড়ে
বদনামী হলমার্ক ।
ফেস বুকেরই ঝড়ের মাঝে
পড়লো বেলওয়াল,
হেনা শাওন বাদ যাইনি
করলো পুলিশ খেয়াল ।
কেসের ঝড়ে দেশ নেতারা
থাকে বিলে খালে,
যখন তখন ঢুকছে তারা
শিকল ভরা জেলে ।
ঝড়ের চোটে প্রাসাদ ফাটে
ফাটে রাজার প্রাণ,
কখন হবে রাজ্য চুরি
চুষছে নাকে ঘ্রাণ ।
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন