বৃষ্টির জল

লিখেছেন লিখেছেন নাসিমা খান ১৪ জুন, ২০১৩, ১১:২৩:১৩ রাত



নাসিমা খান

কত যুগ গেল চোখের তারায়

দেখি না শ্রাবণ কে,

ছোট ছোট ড্রেন,বড় রাস্তা

কাদা পানি পুল সাকে ।

বন্ধুর হাতে সেদিন ছিল

ভেজা কদমের ডাল,

সারা শরীরে খেলেছিল তার

তাথৈ তাথৈ তাল ।

শাড়ীর আচল লুটায়ে পথেতে

কত না ভিজায়ে দেহ,

ডুবায়ে দুপা শখের হৃদয়ে

দুজনে গড়েছি মোহ ।

চোখের আদলে দুচোখে মিলায়ে

হাজার হাজার চোখ তুলে,

স্বপ্নের ডানা আকাশে উড়ায়ে

উড়েছি পাখনা খুলে ।

আজকে আকাশে বৃষ্টি ঝরে না

ঝরায় বিষের ছুরি,

প্রতিটি ফোটায় হৃদয়ে উড়ায়

রক্ত নদীর ঘুড়ি ।

সে ছাড়া এখন আমার ভুবনে

শ্রাবন মানেই রোদন ,

বর্ষার জল নোংরা ড্রেন

বস্তি বাসির বেদন ।

বিষয়: Contest_mother

১৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File