তোমার জন্য (কবিতা)
লিখেছেন লিখেছেন নাসিমা খান ১২ জুন, ২০১৩, ১০:১৯:০৫ রাত
তোমার জন্য
নাসিমা খান
ভালোবাসি বলেই পদ্মসরোবরে তোমাকে খুঁজি
আকাশের নীল সীমানা পেরিয়ে
মেঘের বুকে ডানা মেলে
চলে যাই অচিন দেশে
চাঁদের বুড়ির কাছে ।
তুমি আসবে বলে সাজিয়ে
রাখি স্বপ্নবাডির সুখের পায়রা
কদমফুলের মালায় গাঁথি
প্রত্যাশার জ্বালা
বুকের গভীরে লিখে রাখি
স্বপ্নছোয়ার কষ্ট .
রাতের জানালায় চোখ রেখে
চেয়ে থাকি সূদূর ঝরনা ধারায়
হৃদয়ের পথে পথে বয়ে চলে
সুরমার মূদু পরশ
তোমাকে ছুঁয়ে ছুঁয়ে
আমি হবো সাগরের ঢেউ
দুহাতে সরাবো সহস্র স্রোত
বেদনার তীর ছুঁয়ে গড়ব
বাসর ।
বিষয়: বিবিধ
১৫২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন