কবিতা

লিখেছেন লিখেছেন নাসিমা খান ০৩ জুন, ২০১৩, ১০:১৪:৪৪ রাত

ইচ্ছে

নাসিমা খান

আমার বড় ইচ্ছে করে

তোমার গায়ে যেতে,

তোমার বুকে শিশুর মত

আদর খুজে পেতে ।



আমার তো আর পাখির মত

পিঠে পাখা নেই,

উড়তে গেলে বোকার মত

হারিয়ে ফেলি খেই ।

আমায় কেন ইচ্ছে করে

দূরে ঠেলে দিলে,

তোমার কাছে যাবার পখ

আপনি তুলে নিলে ।



বিষয়: সাহিত্য

১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File