কবিতা

লিখেছেন লিখেছেন নাসিমা খান ০১ জুন, ২০১৩, ০৪:০৮:২৪ বিকাল

শ্রেষ্ঠ তুমি

নাসিমা খান

তুমি মহান, তুমি সহায়

তুমিই আমার রব,

তোমার কাছে দুহাত তুলে

মাগি আমি সব ।

আমি পাপী পাপ করেছি

তুমি গাফুরুন,

আমায় তুমি করো ক্ষমা

তুমিই হালীমুন ।

এই দুনিয়ার বালাখানায়

আমি মুসাফির,

কাঁদছি আমি শোনপ্রভু

তুমিই যে বাসীর ।

শ্রেষ্ঠ তুমি,স্রষ্টা তুমি

তুমি রাহমান,

তোমার তরে জীবন আমার

করেছি কুরবান ।।।।

বিষয়: সাহিত্য

১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File