আলি হাসান মুজাহিদির একটা ঘটনা ২০০৫ সাল।

লিখেছেন লিখেছেন নিরব কষ্ট ১৮ জুলাই, ২০১৩, ১২:৪৪:৫৫ দুপুর

এই সেই "আলী আহসান মুজাহিদ"

"আলী আহসান মোহাম্মদ মুজাহিদ" ছিলেন তখনকার ৪ দলীয় (বর্তমান ১৮ দলীয়) জোটের 'সমাজ কল্যাণ মন্ত্রী'. সিলেট জেলার গোলাপগঞ্জে ছিল জামায়াতের ১টি বিশাল সমাবেশ। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার। সিলেট আশার পথে তিনি যখন হবিগঞ্জ অবস্থান করছিলেন তখন জানতে পারেন যে,' সিলেটের Guta-tikor থেকে গোলাপগঞ্জ চৌমুহনী পর্যন্ত তার নামে প্রায় ৪০ টি গেইট তৈরি করা হয়েছে, তখন তিনি সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রাহমানকে ফোন দিয়ে বলেন, আধ ঘন্টার ভিতরে যদি এগুলো তুলে ফেলা হয় তবে তিনি সিলেট আসবেন, তা না হলে তিনি হবিগঞ্জ থেকেই ঢাকা ফিরে যাবেন।"

-

... মুজাহিদ সাহেবের সেই কথার উপর গেইটগুলি তুলে ফেলা হলো এবং তিনি ও সমাবেশে যথাসময়ে হাজির হলেন !!!

-

এই সেই মুজাহিদ, , যাকে আজকে শেখ হাসিনার অবৈধ ট্রাইবুনাল "ফাঁসির" রায়দিল।

-

এ রায় আমরা মানিনা, কোনোদিন মানবোনা !!

বিষয়: বিবিধ

১৫৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File