কুকুরের কথা
লিখেছেন লিখেছেন নিরব কষ্ট ০৯ জুন, ২০১৩, ১১:৩১:৪৬ সকাল
এমপি ও সংগঠনের মহাসচিব সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমুখ।
দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বর্তমান সময় ৬০-৭০ কিংবা ৮০’র দশক না, এ সময়ে অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় যাওয়া যাবে না। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির-বিগ্রহ পুড়িয়ে তাদের মনে ভয়ভীতি সঞ্চার করে কোনো লাভ নেই।
তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে অন্যের ওপর নির্ভর না করে নিজেদের মাথা উঁচু করে বসবাসের আহ্বান জানান। সংখ্যালঘু সম্প্রদায় কোনো দলের ভোট ব্যাংক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক ও জঙ্গিগোষ্ঠী যদি মনে করে, হিন্দু-বৌদ্ধদের কয়েকটি মন্দির-মূর্তি পুড়িয়ে দিয়ে তাদের অস্তিত্ব বিলীন করে দেয়া যাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। এগুলো পুড়িয়ে দেয়ার মধ্য দিয়ে তারা দেশের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে পুড়িয়ে দিয়েছে। সংখ্যালঘুরা কারো করুণার পাত্র না হয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজেদেরই লাড়াই করে বাঁচতে হবে।’
অনুষ্ঠানের প্রধান আলোচক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বর্তমানে গণতন্ত্রের জন্য বড় হুমকি হচ্ছে সামরিকতন্ত্র, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ । দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আমরা সামরিকতন্ত্রকে পরাজিত করে পিছু হঠাতে বাধ্য করেছি। গণতন্ত্রকে অর্থবহ ও নিরাপদ করতে হলে এসব অশুভ শক্তির সঙ্গে কোনো ধরণের আপস করা চলবে না। এই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে মাঝামাঝি কোনো পথ নেই।
তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদী গোষ্ঠীকে নেতৃত্ব দিচ্ছে জামায়াতে ইসলাম। এ দল আর রাজনৈতিক দল নেই। তারা সশ্রস্ত্র জঙ্গিবাদী সংগঠনে পরিণত হয়েছে।
গোলটেবিল বৈঠকে মঈনউদ্দিন খান বাদল এমপি বলেন, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ব্যবস্থা যদি বজায় না থাকে তবে এদেশের অস্তিত্ব থাকবে না।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেছে। দিগন্তসহ দুটি টেলিভিশন চ্যানেল বিশেষ পরিস্থিতিতে দাঙ্গা সৃষ্টির উসকানি দেয়ার জন্য সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। এটি সাময়িক ব্যবস্থা।
তিনি বলেন, দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশন শোকজ করা হয়েছে। তারা এর জবাব দিয়েছে। আমরা তা তদন্ত করে দেখছি। তদন্তে সন্তুষ্ট হলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ প্রসঙ্গে তিনি বলেন আমরা ভিন্নমত দমন কিংবা সরকারের সমালোচনা করার জন্য এ দু’টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেনি। এই দুটি টেলিভিশন চ্যানেল বিশেষ পরিস্থিতিতে দাঙ্গা সৃষ্টি করার জন্য এবং উসকানি দেয়ার জন্য সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। এটি সাময়িক ব্যবস্থা।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ স্তম্ভকে হলুদ সাংবাদিকতার মধ্য দিয়ে ধ্বংস করতে চায়, তাই এ হলুদ সাংবাদিকতাকে নিষ্ক্রিয় করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন