মাদ্রাসায় পাড়া কোন খারাপ বিষয় না

লিখেছেন লিখেছেন সকাল বেলার পাখি ০৩ আগস্ট, ২০১৩, ০৯:০২:১০ সকাল

"অমুসলিমদেরও মাদ্রাসায় পড়ার ব্যবস্থা করা উচিৎ। মাদ্রাসা কি? এটা হলো স্কুল-কলেজ-ইউনিভারসিটির মতই একটি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এটা নিয়ে একটি ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, মিডিয়া করছে বিশেষ করে- যে মাদ্রাসায় সন্ত্রাসী জঙ্গি তৈরী হয়। চরম একটা মিথ্যা কথা। মিডিয়া বলছে মাদ্রাসা বন্ধ করে দেয়া হোক। বলেন তো পৃথিবীতে সব থেকে বেশী মানুষ হত্যা করেছে কে? হিটলার। সে কোন মাদ্রাসা থেকে পড়ে আসা? সে তো স্কুল কলেজে পড়া মানুষ। তাহলে কি আমরা বলব যে স্কুল কলেজ ইউনিভারসিটিগুলো সন্ত্রাসী তৈরী করে। না, এটা মানুষের পরিপার্শ্ব আর পরিবারের উপর নির্ভর করে সে কেমন হবে। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান দায়ী নয়। আজকের যে মাদক ব্যবসায়ী-ডন তারা কি মাদ্রাসা শিক্ষিত- না! তাদের অধিকাংশই স্কুল-কলেজে-ইউনিভারসিটিতে পড়া লোক। তাহলে সেই স্কুল কলেজ ইউনিভারসিটি কি আমরা বন্ধ করে দিব মাদ্রাসায় সকল বিষয়ের সাথে কুরআন- হাদীস-ফিকহ-সীরাত পড়ানো হয়। তাই আমার অনুরোধ মাদ্রাসা কি হচ্ছে তা দেখার জন্য খোলা মন নিয়ে, কোন রকম পূর্ব ধারণা না নিয়ে দেখতে আসুন, নিজে যাচাই করে নিন।

বিষয়: বিবিধ

১৭৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File