কোরআন আমাদের জিবন বিধান

লিখেছেন লিখেছেন সকাল বেলার পাখি ০৩ জুন, ২০১৩, ০৭:৩৮:১৩ সকাল

বিশ্বের ৪৩টি দেশের মধ্যে আন্তর্জাতিক

বালিকা হিফজুল কোরআন প্রতিযোগিতায়

প্রথম হয়েছে বাংলাদেশী শিশু

হাফেজা ফারিহা তাসনিম।

আমরা গর্ভিত যে বিশ্বের উন্নত দেশ থাকা সত্তেও বাংলাদেশ কোরআন প্রতিযোগিতাই প্রথম হযেছে।

কোরআন আল্লাহর জিবন বিধান এই জিবন বিধান মত যে চলবে সেওতার পাক্ষিক জিবনে সফল হতে পারবে

(তাই আল্লাহ -তায়ালা প্রবিত্র কোরআনে বলেছেন কোরআনের ভাষা মোতাবেক যে চলবে সেই ব্যাক্তি তার জিবনে উন্নাত সাধন করতে পারবে (আলকোরআন)) রাসুল (সঃ) বলেছেন

যে ব্যাক্তি নিযে কোরআন পরে এবং অন্যকে শিক্ষা দেয় তোমাদের মধ্যে সেই ব্যাক্তি উত্তম। তাই আমরা সবাই নিজে কোরআন পড়বো এবং অন্যকে শেখানোর জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদের তোফিক দান করুন (আমিন)

বিষয়: বিবিধ

৩০৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File