এই শ্রেনীর মানুষগুলোকে আর না ঠকালে হয় না?
লিখেছেন লিখেছেন লিমন ৩১ জুলাই, ২০১৩, ১০:০১:৪৫ রাত
..."আল্লাহ, তুই দেখছস আল্লাহ। যে গরীবের পেডে লাথি মারছে, হের পেডে তুই খাবার দিস না আল্লাহ। এই গরীবেরে যে ঠকাইছে আল্লাহ, তুই হ্যারে হাশরের মাঠে ঠকাইয়া দিস!”
বিকেলে রিক্সায় করে বাসায় ফিরছি আর দেখি রিক্সাওয়ালা মিনমিন করে এই কথাগুলো বলেই যাচ্ছে। কৌতূহল সামলাতে না পেরে জানতে চাইলাম কাহিনী কী।
বেচারা রিক্সাওয়ালা কিছু না বলে পকেট থেকে একটা চকচকে ১০০ টাকার নোট আমার দিকে বাড়িয়ে দিয়ে জানতে চাইলো এটা জাল নোট কিনা। কিছুটা ঘামে ভেজা চকচকে ১০০ টাকা!
যতটুকু বুঝি, সেই বুঝটুকু কাজে লাগিয়ে দেখলাম ১০০ টাকার নোটটা একটা জাল নোট!
রিক্সাওয়ালা রিক্সা চালাতে চালাতে বলতে লাগলো-
“আইজকা দুপুরে এক বেডা রিক্সায় উঠছিলো। ভাড়া হইছিলো ৪০ টাকা। হ্যায় আমারে কইছে দশটাকা বেশী রাখতে। আমারে ঈদের বখশিস দিছে। পরে, হ্যারে আমি ৫০ টাকা ফেরৎ দিছি। বিকালে দোকানে চা খাইয়া দোকানদাররে ১০০ টাকার নোট এইডা দিছিলাম। তহন জানছি এইডা জাল নোট!.....”
... তেমন কিছু বললাম না।
তবে এতটুকু বুঝলাম- কথাগুলো বলতে বলতে রিক্সাওয়ালার গলাটা একটু কাঁপা কাঁপা লাগছিলো! হয়তো চোখগুলোও ছলছল করেছিলো!
----------
কী লাভ হলো সেই ভদ্রলোকের এই গরীবকে ঠকিয়ে? জাল নোটটা চালানোর সবচেয়ে নিরাপদ জায়গাই হলো রিক্সাওয়ালা, মুচি এই টাইপের মানুষেরা। কারণ এরা জালনোট তেমন একটা চেনে না আর বড় বড় নোট তাদের হাতে খুব একটা আসেও না!
কিন্তু এই ১০০ টাকা ঠকিয়ে আপনার লাভ কি হলো ভদ্রলোক?
দশটাকা বখশিস দিচ্ছেন নাম করে মিথে্য খুশি করে তার কাছ থেকে উল্টো ৫০ টা টাকা নিয়ে নিলেন? এই ৫০ টাকা দিয়ে কি সেই ভদ্রলোকের ভাগ্য খুব বেশী পরিবর্তন হয়ে যাবে?
.. হ্যাঁ, আমার- আপনার কাছে ১০০ টাকা নসি্য। এক প্যাকেট সিগারেটের দামই তো ১৫০ টাকা! তাই না?
কিন্তু সেই রিক্সাওয়ালার কাছে ১০০ টাকা তো শুধু ১০০ টাকা নয়- ওটা তার রক্ত পানি করার ফসল! এই ১০০ টাকা তার জন্য বিরাট কিছু। অনেক কিছু করার ছিলো এই রিক্সাওয়ালার সেই ১০০ টাকা দিয়ে। কিন্তু পারেনি!
রিক্সাওলার দেওয়া প্রতিটি অভিশাপ কি আপনার উপর পড়বে না? কি লাভ হলো ভদ্রলোক, ১০০ টাকার বিনিময়ে অভিশাপ কিনে নেওয়ায়?
হে বিকৃত মস্তিস্কের ভদ্রলোক, এই শ্রেনীর মানুষগুলোকে আর না ঠকালে হয় না?
ওয়াক থু- আপনার বিকৃত মস্তিস্কে!
বিষয়: বিবিধ
১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন