উত্তেজনার বসে দুই তরলের মিশ্রন ঘটবে! আবার হয়তো একটি প্রান আসতে চাইবে পৃথিবীতে
লিখেছেন লিখেছেন লিমন ২৩ জুলাই, ২০১৩, ০৯:২০:৫৫ সকাল
বন্ধু, পপুলার হাসপাতালে কাজ করে! সেই সুবাদে একদিন তার সাথে গিয়ে রিসিপশনে বসলাম! হাসপাতালের কার্যকলাপ আর সুন্দরীদের দেখছি!
… একটা মেয়ে আসলো। দেখতে শুনতে মাশাল্লাহ! একটা টেস্ট করাবে মেয়েটি।
টেস্টের নাম "pregnancy test"। ৩০০ টাকা রিসিপশনে জমা দিলো! মেয়েটির সাথে একটি ছেলেও এসেছিলো!
শতভাগ নিশ্চিত ছেলেটি মেয়েটির স্বামী না।
বয়ফ্রেন্ড!!
(বন্ধু আর নার্সের সহায়তায় নিশ্চিত হলাম আর কী!)
যাই হোক, টেস্টের রেজাল্ট পজিটিভ!
অর্থাৎ, মেয়েটি একটা পাপের বোঝা বহন করতে প্রস্তুত!
মেয়েটাকে একটু হতাশ মনে হলো!
একটু দূরে গিয়ে ছেলেটার সাথে গিয়ে কী যেন আলোচনা করলো, তারপর যেটা করার সিদ্ধান্ত নিলো- সেটার নাম "abortion"!!
.. ফোটার আগেই একটি ফুল নস্ট করে দেওয়ার নাম abortion!
.. পাপের চিহ্ন নস্ট করে ফেলার নাম abortion!
.. দু ফোঁটা তরলের অপব্যাবহারের চিহ্ন ধ্বংস করার নাম abortion!
.. পাপের বোঝা কাঁধ থেকে নামিয়ে ফেলার একটা পদ্ধতির নাম abortion!
৭০০০ টাকা খরচ করে abortion করালো। টাকাটা অবশ্য ছেলেটিই দিয়েছিলো!
অবাক হয়ে দেখেছিলাম, aborotion এর পর মেয়েটির নির্লিপ্ত মুচকি হাসি! ছেলেটির চেহারায় ফুটে উঠেছিলো একটা নিশ্চিন্তের ছাপ!
১৮ বছরের সেই মেয়েটি ছেলেটির হাত ধরে চলে গেলো।
কিন্তু লাভ?
কোন লাভ নেই। হয়তো হাসপাতাল থেকে বের হয়েই আবার মেতে উঠবে দুজনে নিষিদ্ধ খেলায়! আবার হয়তো উত্তেজনার বসে দুই তরলের মিশ্রন ঘটবে! আবার হয়তো একটি প্রান আসতে চাইবে পৃথিবীতে।
কিন্তু পারবে না!
কারণ abortion!
বিষয়: বিবিধ
২০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন