আমি গর্বিত- আমি ফকিন্নির পুত!!
লিখেছেন লিখেছেন লিমন ১৩ জুলাই, ২০১৩, ০২:৩৪:০১ দুপুর
নোয়াখালীতে প্রচলিত একটা প্রবাদ আছে-
- খাইবানি?- বিসমিল্লাহ! খাওয়াবানি?- খুন কইল্লা!!! :p
কথাটার মানে হলো কোন একজনকে খেতে বললে উনি বিসমিল্লাহ বলে বসে পড়তে রাজি। কিন্তু উনার কাছে কিছু খেতে চাওয়া মানে ব্যাপারটা ওনাকে খুন করার সমতুল্য!
... দেশে এখন পর্যন্ত যত কিছুই হয়েছে- বিডিআর বিদ্রোহ, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার ধ্বস, পদ্মা সেতু দুর্নীতি, বিশ্বজিৎ হত্যা, রানা প্লাজা ধ্বস, গনজাগরণ মঞ্চ কিংবা হেফাজতে ইসলামের আন্দোলন ইত্যাদি ইত্যাদি- যাই হয়েছে তবুও আওয়ামীলিগের প্রতি কেন জানি একটা সমর্থন ছিলো!
কিন্তু আর না!!!
কোটা নিয়ে যা শুরু করেছে, তাতে করে এখন রুচিতে বাঁধছে এটা বলতে যে কয়েকদিন আগ পর্যন্ত ও আমি আওয়ামিলীগকে সমর্থন দিয়েছিলাম!।
... ভালোবাসার আওয়ামীলীগকে জানাই- এক কাপ ওয়াক থু!
তাহলে কি আমি সুবিধাবাদী?
- না, তবে সবচেয়ে বড় কথা আমি ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র! ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র! দুই দিন আগে Boan থেকে আদর করে যাদেরকে 'ফকিন্নির পুত' বলে আখ্যায়িত করেছেন আপনারা!
(দুই একটা আওয়ামীলীগ কিংবা বিনপি দেশ থেকে বিলীন হয়ে গেলে কিছুই হবে না। দেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আছে!)
হুম। আমি ফকিন্নির পুত।
এটাও জেনে রাখেন ভদ্রলোকের বাচ্চারা, এই ফকিন্নির পুতদের ইতিহাস ঘাঁটলে আপনাদের মতো ভদ্রলোকের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
“ফকিন্নির পুত কথাটার অর্থই পরিবর্তন করে দিলি তোরা!”
হাজার হাজার লাখ লাখ ছেলে-মেয়ে এখন ফকিন্নির পুত হতে চায়!
- গনজাগরণ মঞ্চ- প্রধানমন্ত্রী (!) শেখ হাসিনার কাছে ভালো লেগেছিলো। কারন সেখানে ওনার স্বর্থ ছিলো। কিন্তু কোটা সংস্করণ আন্দোলনে ওনার স্বার্থ হানী হওয়ার মতো তো তেমন কিছু দেখছি না!
.. ওহ বুঝেছি, বুঝেছি, উনার স্বার্থ আছে। সেই ৫৫% কোটার ভোটের একটা ব্যাপার স্যাপার আছে না!
এই ফকিন্নির পুত বুঝে গেছে ব্যাপারটা! =D
কিন্তু উনারা বুঝেন না কেন- যারা যুদ্ধ করেছে তাঁরা তো কোন বিনিময় পাবার আশায় যুদ্ধ করেনি। তারা চেয়েছিলো একটা "সোনার বাংলা"! যেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। অবাক বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখবে বাংলাদেশের কৃতিত্ব!!! আর আমরা গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারবো-
"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি"
লাখো কোটি মানুষ তাল মেলাবে আমার সঙ্গীতের সাথে, আমার জাতীয় সঙ্গীতের সাথে!!
কিন্তু যোগ্য লোকদের বাদ দিয়ে, শুধু মাত্র কোটার দোহাই দিয়ে অযোগ্যদের দিয়ে দেশ চালালে কি আমার সোনার বাংলার সোনালী স্বপ্ন বাস্তবায়িত হবে?
এই সাধারান ব্যাপারটা কেন উনারা বুঝেন না???
আর আপনারা মুক্তিযোদ্ধা কিংবা নারী কিংবা উপজাতি কিংবা প্রতিবন্ধীদের জন্য কিছু করতে চাইলে করার তো আরো উপায় আছে।
এই ফালতু কোটা ব্যাবস্থা কেন?
এখন কথা হলো, আওয়ামীলীগকে যেহেতু সমর্থন করছি না, তাহলে কি আমি বিনপি কিংবা শিবিরের খাতায় সাইন করেছি?
- মাথা খারাপ নাকি?
আফসুস! বাংলাদেশে এমনই হয়- এই দল ক্ষমতায় আসলে ওই দলের দূর্নীতির কথা পাবলিক ভুলে যায়। তাই আবার উন্নয়নের আশায় বিরোধীদলকে ভোট দেয়। ৫ বছর তারা খায়। এভাবেই চক্রাকারে চলতে থাকে!! :p
... বাপরে, তোরা বুঝস না কেন, এই চক্র- দারিদ্রের দুস্টু চক্র থেকেও ভয়ঙ্কর!
ভেঙে ফেল, সব নিয়ম ভেঙে ফেল।
নতুন করে শুরু হোক বাংলাদেশের পথচলা!!!
বিষয়: বিবিধ
১৫৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন