ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চাই!!!

লিখেছেন লিখেছেন লিমন ১৯ জুন, ২০১৩, ০৭:৪৩:৪৬ সন্ধ্যা

বাংলা সিনেমাকে বাংলা "ছিঃ নেমা" বলে নাক শিটকানোর একটা বিকৃত অভ্যাস আমাদের রয়েছে!

কিন্তু অবাক লাগে যখন দেখি এই নাক শিটকানো লোকেরাই *ভারতীয় অপসংস্কৃতি থেকে বাংলাকে বাঁচাও বাঁচাও* বলে সামাজিক যোগাযোগের সাইট কিংবা ব্লগ গুলো গরম করে ফেলে!!

made in Bangladesh দেখলেই আমাদের মনে হয় এই product আমাদের সাথে যাবে না! আর তাই দোকানে গেলে ১৯০ টাকা দিয়ে fair & lovely ঠিকই কিনি। অথচ পাশের সেল্ফটাতেই ৯০ টাকা দামের বাংলাদেশী fair & lovely অবিক্রিত থেকে থেকে expired date পার করে ফেলে!!

অবাক হই যখন দেখি দেশীয় সংস্কৃতি রক্ষায় যে গোলটেবিল বৈঠক হয় সেটার বিবরণ পত্রিকার প্রথম পাতায় লাল কালি দিয়ে হাইলাইট করে প্রকাশ করে কিন্তু বিনোদন পাতায় ভারতীয় চ্যানেলগুলোর হাড়ির খবর পর্যন্ত চলে আসে!

ভারতীয় কোন পত্রিকা আমাদের দেশের সংস্কৃতি নিয়ে এত আলোচনা করে???

জামা-কাপড়ের ক্ষেত্রে বিদেশী ব্রান্ড না হলে কি চলে!!!

আসলেই তো বিদেশী ব্রান্ড না হলে চলে নাকি? আর তাই তো বাংলাদেশী পোশাক কেনার জন্য বিদেশীরা হুমড়ি খেয়ে পড়ে!

এসব দেখেই মনে হয় জ্ঞানি লোকেরা বলেছেন বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না।

আমাদের দেশীয় টিভি চ্যানেলগুলো ও মাশাল্লাহ কম যায় না!!

বিনোদনমুলক কোন অনুষ্ঠান ভারতীয় কোন গান কিংবা ভারতীয় কোন ঘটনা দিয়ে শুরু না করলে যেন পেটের ভাতই হজম হয় না।

ভারতীয় জিনিস বাংলাদেশে আনা হলে আমরা বাঙালিরা মাশাল্লাহ মুহূর্তের মধে্য ফিদা হয়ে যাওয়ার যথেস্ট যোগ্যতা রাখি! আর তাই শাহরুখ খানের কনসার্টে ২৫০০০ টাকা টিকিট ও শর্ট পড়ে যায়!

উহু!

walton কোন প্রোডাক্ট হল নাকি? টাকা খরচ করে যখন কিনবো তখন ভালো ব্রান্ডেরটাই কিনি। তাই না?

স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা নিয়ে কিছু না হয় নাই বা বললাম, ওটা নিয়ে লেখা শুরু করলে শেষ করতে খুব কস্ট হবে!

........

উপরের যা বললাম এগুলো দোষের কিছু না।

কারণ কথায় আছে না সামনের হাল যেদিকে যায়, পিছের হালও সেই দিকেই যায়!

আমরা ভারতীয়দেরকে আমাদের সুন্দরবন দিয়ে দিতে পারি, আমাদের দেশে তাদের প্রোডাক্ট শুল্কমুক্ত ভাবে আমদানি করতে পারি, তাদেরকে আমরা আমাদের পদ্মার ইলিশ দিয়ে দিতে পারি(কুবের মাঝি ইলিশ পাক বা না পাক সেটা বিবেচ্য নয়)।

তাহলে ভারতীয় সংস্কৃতি গলঃধকরণ করা কী এমন কঠিন কাজ?

হে ভারতীয়রা কখনো দরকার হলে হালকা আওয়াজ দিয়েন- আপনাদের জন্য আমাদের জীবন দিয়ে দিবো!!!

বিষয়: বিবিধ

১৫২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File