তৃতীয় লিঙ্গ!!!
লিখেছেন লিখেছেন লিমন ১২ জুন, ২০১৩, ০৮:১২:১৬ রাত
ওদেরতো কোন দোষ নেই, তাহলে আজ ওরা তথাকথিত সভ্য সমাজে অবহেলিত কেন? আপনি কেন ওদের ঘৃণা করবেন?
আ.রে....
- ঘৃণা যদি করতেই হয় তাহলে ওদের বাবা-মাকে ঘৃণা করুন, কারণ ওরা ওদের বাবা- মায়ের ফসল! আর ওদের বাবা-মা ই ওদেরকে মান-সম্মানের ভয়ে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে!
- ঘৃণা যদি করতেই হয় তাহলে আপনার সৃষ্টিকর্তাকে ঘৃণা করুন, কারণ উনিই ওদের এভাবে বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন!
- ঘৃণা যদি করতেই হয় তাহলে এই সমাজকে ঘৃণা করুন, কারণ এই সমাজ এদেরকে স্বাভাবিক ভাবে নিচ্ছে না!
- ঘৃণা যদি করতেই হয় তাহলে দেশের পরিচালক/পরিচালিকাকে ঘৃণা করুন, কারণ তিনি এদেরকে কাজের সুযোগ দিচ্ছেন না!
- ঘৃণা যদি করতেই হয় তাহলে বর্তমান বিজ্ঞানকে ঘৃণা করুন, কারণ এই বিজ্ঞান এখনো ওদেরকে স্বাভাবিক করার প্রক্রিয়া সহজলভ্য করতে পারছে না!
- ঘৃণা যদি করতেই হয় তাহলে আমার- আপনার বিকৃত মস্তিষ্ককে ঘৃণা করুন, কারণ আমি কিংবা আপনি ওদেরকে স্বাভাবিকভাবে আমাদের সমাজের একজন ভাবতে পারছি না!
- ঘৃণা যদি করতেই হয় তাহলে তাদেরকে ঘৃণা করুন যারা এদেরকে নিয়েও নোংরামি করে থাকে!
- ঘৃণা যদি করতেই হয়.............
.
.
.
ওরাও কিন্তু কাঁদে। প্রতিদিনই কাঁদে। প্রতি মুহূর্তে কাঁদে। তবে প্রতি মুহূর্তের কান্নায় ওদের চোখ ভিজে না।
খুবই সামান্য একটা কথা বলি, একবার ভেবে দেখুন ব্যাপরটা আপনার ক্ষেত্রে হলে কেমন হতো-
..যখন তারা প্রকৃতির ডাকে সাড়া দিতে চায় তখন কোন বাথরুমটাতে প্রবেশ করবে? একটাতে লেখা থাকে *পুরুষ* আরেকটা তে লেখা থাকে *মহিলা*!! যেটাতেই ঢুকুক না কেন বকা ওরা খাবেই!..
.
.
ওদের অপরাধটা কোথায়?
ওরা হিজড়া- এটাই ওদের অপরাধ?
বিষয়: বিবিধ
১৪৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন