কেন এই ধর্ষণ?
লিখেছেন লিখেছেন লিমন ০৪ জুন, ২০১৩, ১০:৩৭:৪৪ রাত
গত দুই দিন ধরে ফেসবুকে চোখ বুলালেই দেখি নিউজফিড "ধর্ষনে" ভরে গেছে! :p
এমনটাই হওয়া স্বাভাবিক।
একটা অঘটন ঘটবে আর সামাজিক যোগাযোগের সাইটগুলো কয়েকদিনের জন্য গরম হয়ে যাবে!
তারপর?
ফেসবুক, টুইটার কিংবা বিভিন্ন ব্লগের এত আলোচনায় আসলেই কী কাজের কাজ কিছু হয়েছিলো কখনো? এখন হবে? নাকি আগামিতে হওয়ার সম্ভাবনা আছে?
১১ বছরের মেয়েকে ধর্মান্তরিত করে ৫৫ দিন ধরে ধর্ষন করা হয়েছে!! কিন্তু আমাদের এই ধর্ষনের ঘটনা কি আমাদের দেশে নতুন কিছু?
সরকারি হিসেব অনুযায়ী প্রতি বছর ৪০০০ এর বশী নারী ধর্ষিত হয়। বেসরকারি হিসাবানুযায়ী সংখ্যাটা সরকারি হিসেবার প্রায় ৩ গুন!! আর ২০১২ এর বিজয়ের মাসেই নাকি ৪০০ টা ধর্ষনের ঘটনা ঘটেছে!!!
কিন্তু তাতে কি? এই বারো হাজার নারীর মধে্য তো আমার বোন নেই, আমার মা নেই, নেই কোন আত্মীয় স্বজন! আর তাই ফেসবুকে একটা জ্বালাময়ী স্ট্যাটাস দিয়ে কিংবা ব্লগে দু চারটা কথা বলেই নিজের দায়িত্ব শেষ করতে পারছি খুব সহজেই!!
কেউ একজন আমাকে বলুন এই দেশে একটা- অন্তত একটা ধর্ষনের সুষ্ঠু বিচার কখনো কী হয়েছিলো? আর হবেইবা কিভাবে?
- যে দেশে ১৬ কোটি মানুষ প্রতিনিয়ত সরকারের অপকর্ম দ্বারা ধর্ষিত হয় সেই দেশে ধর্ষনের বিচার হবে?
- যেই দেশে বিরোধিদলের লোভনীয় থাবায় ১৬ কোটি মানুষ ধর্ষিত হয় সেই দেশে ধর্ষনের বিচার হবে?
- যেই দেশে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি রাস্ট্রপতির বিশেষ বিবেচনায় খালাশ পায় সেই দেশে ধর্ষনের বিচার হবে?
- যেই দেশে আইনের রক্ষকেরা ধর্ষকের ভূমিকা পালন করে থাকে সেই দেশে ধর্ষনের বিচার হবে?
- যেই দেশে আপন ভাই কর্তৃক বোন ধর্ষিত হয় সেই দেশে ধর্ষনের বিচার হবে?
- যেই দেশে ধর্ষনের পর সেই নারীকেই অপবাদের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করতে হয়, আর সেই মহান বীরপুরষ বীরদর্পে সভ্য সমাজে বিচরন করেন সেই দেশে ধর্ষনের বিচার হবে?
সম্প্রতি যেই মেয়েটি ধর্ষনের শিকার হয়েছে, সেই মেয়েটি কি সুষ্ঠু বিচার পাবে? নাকি তার মামলাটি তারিখের পর তারিখ, তারপর আবার তারিখ তারপর আবার তারিখ তারপর আবার, এমন করতে করতে হারিয়ে যাবে তারিখের অতল গহ্বরে???
যখনই কোন ধর্ষনের ঘটনা ঘটে তখনই তথাকথিত ব্যাক্তিবিশেষের কাছে থেকে বাণী আসতে থাকে যে- যে নারীদের বেহাল্লাপনার কারনেই এমন ঘটনা ঘটছে! হ্যাঁ কথাটি সত্য।
কিন্তু এই ১১ বছরের হিন্দু মেয়েটি?
তারমাঝে এমন কী দেখে ধর্ষক উত্তেজিত হলো? কী এমন রূপ যৌবন দেখেছিলো এই ১১ বছরের পিচ্চি মেয়েটির মাঝে? ধর্ষন যদি করতেই হয় তাহলে হিন্দু থেকে মুসলমান বানানোর কী দরকার ছিলো?
ধর্মটাকে তোর কুকর্ম দিয়ে কুলষিত না করলে কী হতো না?
সময়ের পরিবর্তন ঘটেছে। সময় এসেছে রুখে দাঁড়ানোর। বেশী না যদি সুষ্ঠুভাবে অন্তত ২- ৩ টা ধর্ষকের ও পৈশাচিক শাস্তি নিশ্চিত হয় তাহলে উপরের সংখ্যাটা ৪০০০ থেকে ৪০০ তে নেমে আসতে একটু সময় ও লাগবে না!
কিন্তু কে শুরু করবে সেই প্রতিবাদ?
বিষয়: বিবিধ
১৫৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন