যাযাবরঃ ব্লগ ও ব্লগার
লিখেছেন লিখেছেন আমিন ইউসুফ ২৮ এপ্রিল, ২০১৪, ০১:৩০:০৩ রাত
১।
যাযাবর শব্দের সাথে আমার প্রথম পরিচয় ছোটবেলায়। বাবার কেনা গল্পের বইয়ে আদি আরব্দের ক্ষেত্রে এই শব্দের বহুল ব্যবহার লক্ষ করি। ইউরোপে যাযাবর বা জিপসি বলতেই বুঝানো হয় 'রোমা' দের। ইউরোপের বিভিন্ন দেশে ছন্নছাড়া জীবন কাটানো রোমানিয়ানদের 'রোমা' হিসেবেই ওখানে ডাকা হয়।
বড় হতে হতে নিজেকেই যাযাবর মনে হতে থাকে। জন্ম বাংলাদেশের এক জেলায়, শৈশব-কৈশোর ভিন্ন জেলায়, তারপর আরেক জেলা হয়ে যৌবনে ইউরোপ। ইউরোপের এক দেশে প্রায় এক দশক অবস্থানের পর ফের অন্য দেশের উদ্দেশ্যে প্রস্থান। নিজেকে তাই প্রবাসী বলাটা ভুল মনে হয়। পর-পরবাসী বা প্রপ্রবাসী জাতীয় কোন শব্দ থাকলে সেটাই যুতসই হবে হয়তো।
তবে এই লেখার অবতারণা নিজের জীবন সম্পর্কে ধারনা দিতে নয়। সবাই কোন না কোনভাবে যাযাবর শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। যারা ধর্মে বিশ্বাসী তারা জানেন, মানুষের উৎপত্তি এক স্থানে, অবস্থান অন্যস্থানে আর চিরাবস্থান ভিন্ন কোন খানে নির্ধারিত। পুন্যবানের আশা সেই চিরাবস্থান হবে ফল-ফুল ও নারীময়।
২।
আজ থেকে কয়েক বছর আগে একটা ব্লগে টুকটাক কিছু লিখতাম। আমি আলসে প্রকৃতির। লিখতে আলস্য বোধ করি। আইডিয়া এসে মাথায় কিলপিল করে, কিন্তু লিখতে বসলে রাজ্যের আলসেমি। আইডিয়াগুলোর যদি আরেকটু শক্তি থাকত, মাথা ছেড়ে যদি হাতে এসে শক্তির যোগান দিত তাহলে কতই না ভাল হত।
সোনার বাংলা। নামটা সুন্দর ছিল। আরও সুন্দর ছিল এর পরিবেশ। ব্লগের জগতটাও বদদের দখলে চলে গেছে। গালাগালি, মিথ্যার বেসাতি, পরনিন্দা, অযৌক্তিক কাঁদা ছোঁড়াছুড়ি দেখে নিজেকে নোংরা গলির বাসিন্দা ভাবতে লাগতাম। সোনার বাংলা এর ব্যাতিক্রম ছিল। হ্যাঁ, তার একটা রাজনৈতিক পরিচয় ছিল। কিন্তু সেটা সভ্যতা, সততা ও সমতার চাদরে আবৃত ছিল। তাই মননশীল লিখিয়েদের জন্য সেটা ছিল আদর্শস্থান। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ব্লগটা বন্ধ হয়ে যায়। আসলে বন্ধ করে দেয়া হয়। যেই দেশে পাঁচ ফুট আট ইঞ্চির মাঠ কাঁপানো জলজ্যান্ত নেতা দিন দুপুরে গুম হয়ে যায় সেই দেশে বেচারা অবলা ব্লগের 'নাই' হয়ে যাওয়া আশ্চর্যের মধ্যে পড়েনা।
কিছুদিন চুপ করে রইলাম। আশা ছিল ফিরে আসবে। আমার সেইভ না করা লেখাগুলো ফিরে পাব। ইলিয়াস আলীও ফিরে আসেনি, আসেনি সোনার বাংলাও। আমি তো অতি ছোট লিখিয়ে। দৈহিক দৈর্ঘ্য - প্রস্থ ও ভরে না হলেও লেখার গুন-মান ও সংখ্যায় বনসাই প্রকৃতির। যারা সোনার বাংলাকে লেখায় লেখায় ভরিয়ে তুলেছিল সেই সব ব্লগারদের আবার দেখলাম নতুন বটতলায়। নাম বিডি টুমরো। দেখতে শুনতে একই রকম, খালি নাম ভিন্ন। কিছুদিন হাব ভাব দেখে ওখানে কয়েকটা পোস্ট দিলাম। সবচে বড় কথা, বিখ্যাত ব্লগারদের চমৎকার ব্লগ গুলো পড়ার আবার শুরু হল।
কিন্তু জেরিকে কবে টম ছেড়ে কথা বলেছে। ইঁদুর -বিড়াল খেলা চলতেই লাগল। ক্ষমতার জোরে বিডি টুমরোর গলা দিল টিপে। এ দেশে তুচ্ছ কারনে মানুষ মানুষের গলা টিপে দেয়। আর এরা তো রাষ্ট্রদ্রোহী!
এবার এল বিডি টুডে। সময় পিছনে থেকে সামনে এগোয়। কাল থেকে আজ। আজ থেকে পরশু। এক্ষেত্রে হোল উলটো। আগামীকাল থেকে আজ। তাও ভাল। তাছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে এই উল্টো- রথে- যাত্রা টাইপের নামকরন যথার্থই মনে হতে পারে।
যাযাবরের মত ব্লগ ও ব্লগাররা তাই ঘুরতে লাগল- এখান থেকে সেখানে।
এর আয়ু কতদিন হতে পারে এ বিষয়ে আমার সন্দেহ থেকে গেল। তাই চুপচাপ শুধু পড়ে যাই, লিখার ভরসা পাইনা।
আজ তাই এই ব্লগে প্রথম বারের মত লিখছি। লিখছি, কারন ব্লগ যদি হয় চারাগাছ, তাহলে তাতে আলো-বাতাস ও পানির কাজ করে ব্লগারদের লিখাগুলো।
একটা বিশেষ ধন্যবাদ প্রাপ্য সম্পাদকের। সব বাধা-বিপত্তি উপেক্ষা করে সত্য প্রকাশের সৎ সাহসের জন্য। সত্যেরা এমনই হয়, যতবার মিথ্যারা গলাচিপে হত্যা করে ততবার এরা মৃত্তিকা ভেদ করে মাথা তুলে দাঁড়ায়।
আগেও এমনি হয়েছিল, এখনো তাই হচ্ছে, ভবিষ্যতেও ভিন্ন কিছু হবেনা।
বিষয়: বিবিধ
১৪২৬ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার লেখাই বলে দেয় আপনি একজন
সাথে থাকবেন আশা করি।
যাইহোক আপনাকে সু-স্বগতম জানাচ্ছি একজন প্রবীণ ব্লগারের পূনরায় আগমনের জন্য। নিয়মিত লিখে যান। আমরা আপনার লেখার অপেক্ষায় থাকবো।
ফিরে আসুন সবাই।
মন্তব্য করতে লগইন করুন