ফিরিয়ে দাও আমার কাব্য গাঁথা
লিখেছেন লিখেছেন আমিন ইউসুফ ০২ জুন, ২০১৩, ০৪:৩২:৪২ রাত
বিডিটুডেতে এটা আমার প্রথম লেখা। প্রথম সব কিছুতেই একটা অদ্ভুত ভাল লাগা কাজ করে। পরীক্ষায় প্রথম হওয়ার জন্য ভাল ছাত্রদের অক্লান্ত পরিশ্রমের কথা আমরা সবাই জানি। খেলায়, প্রতিযোগিতায় সবাই চায় প্রথম হতে। গায়ে বিয়ের শাড়ি পরে, স্বর্ণপূর্ণ দেহ খানা নিয়ে যখন বধু বাসর ঘরে যায়, স্বামী-স্পর্শে তার নরম কোমল বুকখানা শুধু অভূতপূর্ব শিহরনে প্লাবিতই হয় না, সলজ্জ নয়নে স্বামী প্রবরের দিকে প্রবল অর্থপূর্ণ দৃষ্টি ফেলে প্রত্যাশা করে এটাই হোক তার প্রথম স্পর্শ। প্রথম চুম্বন, প্রথম বন্ধন , সুখাতিশয্যে প্রথম ক্রন্দন এসবের মাহাত্ম্য অবর্ণনীয়। খরা-দগ্ধ মৃত্তিকায় প্রথম বৃষ্টি, আবেগী হৃদয়ে প্রথম দৃষ্টি, আর স্বীয় প্রতিভায় দীপ্ত প্রথম সৃষ্টির আনন্দ যে জেনেছে সেই বোঝে।
কিন্তু আজ আমার সেই আনন্দ কই? কেন উত্তেজনায় আমার শরীর কাঁপছেনা? কেন আমি লিখতে গিয়ে আবেগ- তাড়িত হয়ে ভুলে ভুলে যাচ্ছিনা! এটা তো আমার এই ব্লগে প্রথম লেখা!
কারন আমি বিরহে কাতর হয়ে আছি, এখনো। এমনি আরেকটি ব্লগ ছিল। কি সুন্দর নাম! সব ধরনের লেখা ছাপা হত। ভাষার ভদ্র ব্যাবহার ছিল। আর ছিল অসম্ভব দেশপ্রেমের ছোঁয়া।
সেখানে আমার কথা ছিল। কাব্য ছিল। অনভুতিগুলোর বাহ্যিক আকার ছিল। সহ ব্লগারদের ভালবাসা ছিল।
আমার কাব্যগুলো হারিয়ে গেল। অশুভ শক্তির কুদৃষ্টির দরুন একটি সম্ভাবনাময় জগতের অপমৃত্যু হল।
আমার কি পুনর্জন্ম হবে, হওয়া উচিত?
বিষয়: বিবিধ
১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন