“আলোর ঝর্ণাধারা”
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৩ জুন, ২০১৮, ০৯:১২:৪৮ রাত
আলহামদুলিল্লাহ্! মহান রাব্বুল আলামীনের অপার করুণায় এবং বিডি ব্লগের সম্মানিত ব্লগার ভাইবোনদের অশেষ আন্তরিক সহযোগিতায় আমার দ্বিতীয় বই “আলোর ঝর্ণাধারা” বইটি পাথ ফাইন্ডার প্রকাশনা থেকে আলোর মুখ দেখল। বিডি ব্লগের বাছাই করা লিখাগুলোসহ নতুন লিখার সমারোহে সাজানো হয়েছে এই নতুন বইটি। বিডি ব্লগের শ্রদ্ধেয় সম্পাদক, নির্বাচকমণ্ডলী ও সকল প্রাণপ্রিয় ব্লগারবৃন্দকে জানাই অফুরান কৃতজ্ঞতা।
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন