দুর্লভ ত্যাগ!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৩ অক্টোবর, ২০১৭, ০৫:৫৪:০১ বিকাল
ইতিহাসের ছেঁড়া পাতায় চন্দ্র সুরুজের ন্যায় যে অসাধারণ ত্যাগ লোক চক্ষুর অন্তরালে লুকিয়ে লুকিয়ে আলোর দ্যুতি ছড়াচ্ছে তারই একটি ক্ষুদ্র অংশ বিবৃত হল। যে বিস্ময়ভরা সত্য কাহিনী কিছুক্ষণের জন্য হলেও চোখের কোণকে অশ্রুসিক্ত করে তোলে। চেতনার জগতকে নাড়িয়ে দেয়। অস্থির সমাজ পটে দাঁড়িয়ে উদিত হয় হৃদয়ে শত প্রশ্নের।
আমাদের প্রিয়তম রাসূল (সাঃ) এ ধরায় আগমনের পরের কথা। একদিন এক মুসলমান ব্যক্তি গৃহ ত্যাগ করেন। উদ্দেশ্য ছিল যুদ্ধের ময়দানে নিখোঁজ ভাইয়ের সন্ধান করা। সাথে ছিল পানি। ভাবনায় ছিল, পানির প্রয়োজন হলে অন্ততঃ তাৎক্ষণিকভাবে ভাইয়ের সেবা করতে সক্ষম হবেন তিনি। অবশেষে রক্তাপ্লুত, আঘাতপ্রাপ্তদের মাঝে খুঁজে পেলেন ভাইকে। তিনি তখন ভীষণভাবে কাতর। আঘাতের তীব্র যন্ত্রণায়। সেইসাথে ছাতিফাটা পিপাসায় ছটফট করছেন। ভাইয়ের সেবায় তড়িঘড়ি করে পেয়ালায় পানি ভরে সামনে এগিয়ে ধরলেন তিনি। পেয়ালা ভর্তি পানি দেখে আহত ভাই ইশারায় পাশের অপর এক আহত ব্যক্তিকে পান করাতে বললেন।
ইতিহাসের পাতায় নিঃসন্দেহে এই স্মরণীয় মুহূর্ত বরণীয় হয়ে থাকতো। কিন্তু মানবতার মহত্ত্বম নিদর্শন এখানেই থেমে থাকেনি। কিছুক্ষণের মধ্যেই শেষ হতে পারেনি সেই স্মরণীয় মুহূর্তের! পরক্ষণে পানিপূর্ণ পেয়ালা দ্বিতীয় আহত ব্যক্তিকে পান করার জন্য তুলে ধরলে তিনিও পাশের আরেকজনকে পান করানোর জন্য ইঙ্গিত করলেন। এমনিভাবে এক আহত ব্যক্তি অপরজনের দিকে ইশারা করতে থাকলেন। এভাবে চক্রাকারে ঘুরে ঘুরে পানির পেয়ালা হাতে প্রথম জনের কাছে ফিরে এসে দেখলেন ভাই বিদায় নিয়ে পরোপারে, লোক থেকে লোকান্তরে। চিরতরে। দ্বিতীয়জনের কাছে পৌঁছে দেখলেন তিনিও আল্লাহ্র ডাকে চলে গেছেন। তৃতীয় জনের প্রাণপাখিও ততক্ষণে স্পন্দনহীন। নীরব নিথর। এভাবে একে একে বিদায় নিলেন সকল আহত ব্যক্তিগণ। পৃথিবীর বুকে রেখে গেলেন নজীরবিহীন ভ্রাতৃত্ববোধ ও দুর্লভ ত্যাগের এক অনুপম আদর্শের আলোকিত মিনার।
মানবতার আলোকবাহী মুসলিম
হৃদয়ের রক্ত ঝরা সোহাগ ঢেলে;
দ্বীনের ভালোবাসায় ইন্দ্রধনু ভাসে
মায়া মমতার রাশি রাশি জলে।
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর লিখাটির জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি নিয়মিত ব্লগে আগমন ঘটবে, ব্লগটি আবার আগের মত জমে উঠবে।
আত্মত্যাগ আর পরস্বার্থকর উজ্জ্বল উপমায় যদিও ভরপুর আগেকার মুসলিম উম্মাহর সোনালী জীবনধারা,বর্তমান মুসলিম সমাজ অনেক অনেক দূরে এমন মহৎ কর্ম থেকে!
হ্রদয়গ্রাহী চমৎকার উপস্থাপন আমাদের কে মানবিকতায় উৎসাহিত করুক_এই কামনা মহান রবের কাছে!
জাযাকিল্লাহু ওয়া ইয়্যানা খাইরাল জাযাহ~
হৃদয়গ্রাহী মন্তব্যের জন্য অনেক অনেক দোয়া। আপনার মন্তব্যের সাথে সম্পূর্ণ একমত। দীর্ঘদিন পর আপনার সগৌরব উপস্থিতিতে অনেক ভাল লাগলো।
কেমন আছেন?
নিয়মিত হবার অনুরোধ রইলো। সম্ভব হলে।
মহান আল্লাহ আপনাদেরকেও ভাল রাখুন,আমিন!
হঠাৎ আবির্ভূত হলাম ব্যস্ততা সত্ত্বেও। তোমাদের ডাকে...
মন্তব্য করতে লগইন করুন