অন্তরের অতলে অতসী!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১১ জুন, ২০১৭, ০২:০৮:৪৯ দুপুর
(প্রাণাধিকার ষষ্ঠ জন্মদিনে)
স্ফটিকের মত শুভ্র স্বচ্ছ মায়াবী পেলব মেলে
মমতার মদিরা নিপুণ যত্নে পাত্রে রাখো ঢেলে।
পান করি যত পিপাসিত, পরম পিয়াসী মনে
প্রজাপতি তুমি উড়ে উড়ে যাও প্রতি ক্ষণে ক্ষণে।
সাদা গোলাপি সোনালীলোহিত স্বর্গের দ্বারে
মল্লবী তুমি অনন্যচিত্তে ডেকে নাও বারে বারে।
হে সহচরী মোর প্রাণহরী নিকুঞ্জে জ্বলে জ্যোতি
তুমি বিনা মোর মুহূর্ত কাটে না, তুচ্ছ হীরা মোতি।
হাসি আনন্দে বলাকারা খেলা করে দূর নীলিমায়
যত দেখি ততই দহি অদ্ভুত শিহরন আঁখিতে হারায়।
অদৃশ্যের অনন্য উপহার, অন্তরের অতলে অতসী!
অমর লালিত্যে জড়ানো তরঙ্গায়িত নক্ষত্র শশী।
হৃদয়ে ব্যাকুল করা সঞ্চয়ী মধু, মায়াপূর্ণ আঁখি
শ্যামল নিবিড় অরণ্য দেখে প্রণয়ে মাখামাখি।
বিষয়: বিবিধ
৯৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো , অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন