হায়রে! মুসলমান...
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৭ জুন, ২০১৭, ০৪:২১:১৪ বিকাল
শতধাবিভক্ত মুসলিম জাতী
শয়তান দেখে মুচকি হাসে
আটরসি, চরমুনাই, রাজাপুরি
পীরের স্বার্থসিদ্ধি যুগ পরিহাসে।
গোলাপবাগ, দেওয়ানবাগ, রাজারবাগ
আরো কত বাগে
ছারচিনা মাইজভাণ্ডারীতে নাকি
মূর্খরা জাগে?
পীর মিলে শাহাপুর, কালিয়াপুর
আরও ওলিপুরে
নামায রোজা রসাতলে
মশগুল জিকিরে।
নানান জাতের পীরের আছে
হরেক টাইটেল
হাক্কানি পীরের মুরিদরা খোঁজে
মুক্তির মারবেল!
আবারও আছে শিয়া সুন্নি
শত অভিমত
এভাবেই মুসলিম দিশেহারা
হারিয়েছে পথ।
কুরআন হাদিস ভুলে, আঁকড়ে ধরে
পীরের পা
ভাই ভাইয়ে মল্লযুদ্ধ জগত সংসারে
দগদগে ঘা।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
আমি কিন্তু চরমোনাই হুজুরকে ভালোবাসি, তার বয়ান আমাকে অনেক কাঁদায়, আখিরাতের কথা স্বরণ করিয়ে দেয়, ইবাদাতে মজা পেতে সহায়ক হয়।
জানি না আপনি প্রশংসা করলেন নাকি অপমান করলেন।
আমিও কিন্তু চরমোনাই হুজুরকে শ্রদ্ধা করি। কিন্তু ঐক্যের স্বার্থে সাফল্য আনতে সবাই ব্যর্থ। সে অর্থেই এই লিখা।
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
তোমার মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি না। কিন্তু আমার লিখাটি ঐক্যের ব্যর্থতাকে ঘিরে।
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন