ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব কোথায়?
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৫ মে, ২০১৭, ০৩:৪৮:৪৪ দুপুর
আমরা অনেকেই বিশ্বাস করি এবং প্রায়ই বলে থাকি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই কচি মনের শিশুদের ভবিষ্যৎ গড়তে পিতামাতা হিসাবে সন্তানদের আদর্শিক মূল্যবোধে বেড়ে উঠার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে আমরা কতটুকু দক্ষ এবং আন্তরিক। আমাদের উপর এই অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে গাফিলতি এক মারাত্মক পরিবেশের সৃষ্টি করছে নাতো?
বিষয়টি আমাদের সকলের ভেবে দেখা প্রয়োজন নয় কি?
আল্লাহ্র অস্তিত্বকে অস্বীকার করা এবং আল্লাহ্র প্রিয় হাবীব (সাঃ) কে কটূক্তি করা, দাড়ি টুপী ও হিজাব কে ব্যঙ্গ বিদ্রূপ করা এক শ্রেণীর মানুষের আজ পরিচিতির বাহন হয়েছে। অধিকাংশ ধর্মভীরু মুসলমানের দেশে আজ ইসলাম ধর্মের উপর ব্যষ্টি- জীবনের স্বাধীনতা হরণের দায় চাপিয়ে একের পর এক নীল নক্সা প্রণীত হচ্ছে। মসজিদ মাদ্রাসা বন্ধ, ইসলামী বই পুস্তক প্রকাশ এবং বিস্তৃতি রোধে বাঁধার প্রাচীর তুলে দেয়া হচ্ছে। স্বাধীনতা অসাম্প্রদায়িকতা ধর্মহীন রাজনীতির আড়ালে ঘাপটি মেরে বসে আছে একটি অসাধু কুটিল চক্র। যারা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র বাস্তবায়নে বীজ বপন করে চলেছেন।
কিন্তু এর বিপরীতে আমরা কি করছি?
নিম্নের শ্লোগানগুলির উপাত্ত আমাদেরকে কিসের স্পষ্টভাবে ইঙ্গিত ও বার্তা দিচ্ছে -
- ধর্ম কর্মে বিশ্বাস করিনা
- বিবাহ নামক শৃঙ্খলে আবদ্ধ করে ব্যক্তি স্বাধীনতা হরণ করা চলবে না
- নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ দিতে হবে
- সমকামী বিয়ের বৈধতা দিতে হবে
- জঙ্গি বানানো প্রতিষ্ঠান- মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে
লিভ টুগেদারের অধিকার দিতে হবে ইত্যাদি……
প্রতিদিন সকালে পত্রিকার পাতায় ভেসে উঠে আমাদের সমাজের প্রকৃত বাস্তবচিত্র। অশ্লীলতা, ধর্ষণসহ বিকৃত এক প্রতিচ্ছবি। যদিও তা অপ্রতুল। আমরা কি আমাদের শিশুদের জন্য এমন অনিশ্চিত ও অনিরাপদ পরিবেশ ও বাস্তবতা চাই? আমাদের নাড়ি ছেঁড়া ধন ভবিষ্যৎ প্রজন্মের আজ অস্তিত্ব কোথায়? আমাদের কি কিছুই করার নেই?
আসুন না আমরা আমাদের বর্তমান অবস্থান থেকে একটু জীবনমুখী হই!
বিষয়: বিবিধ
১৫৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আফসোস! জাতি আজ শতধাবিভক্ত, নিজেদের অস্তিত্ব নিজেরাই বিলিয়ে দিচ্ছে, ইসলামের খরব নেওয়ার সময় কোথায়?
আল্লাহ তায়ালা হেফাজত করুক।
salam uncleji. I do agree with you 100%. How r u uncle?
আংকেল ও ভাইবোনদের ব্যপারে জানতে খুবই আগ্রহী। যদি আপত্তি না থাকে, সময় করে বিস্তারীত জানাবেন।
মন্তব্য করতে লগইন করুন