মোদের স্বপ্ন মোদের আশা…
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৩ মে, ২০১৭, ০৫:২৮:৫২ বিকাল
লক্ষ তরুণ কোটি প্রাণের আশা
মোদের দেশের গর্ব, ভালোবাসা।
লক্ষ স্বপ্ন আনে নব তরঙ্গের ভেলা
জয় নিশান ঊর্ধ্বে করে সদা খেলা।
হারতে জানেনা মোদের তরুণ দল
ঈমানী চেতনা তাঁদের মন্ত্র বল।
নিখাদ দেশপ্রেম আছে চির উদ্যম
নির্ভীক বীজ হবে হবেই অঙ্কুরোদ্দ্যম।
আকাশ বাতাসে তাঁরাই জাগাবে প্রাণ
বক্ষ যমীনে আজি অপ্রমিত প্রয়োজন।
ফুলের সৌরভ জাগাবে মৃত তনু মন
আদর্শের সৌন্দর্যে অঙ্কিত চরিত্রবান।
চাই আলীর মত বলিষ্ঠ শক্তি-জ্ঞান
রুখবে অন্যায়-অবিচার জুলুম শোষণ।
ঘুচবে রাত আসবেই মোদের সোনালী দিন
পূর্বাকাশে চেয়ে দেখ! রক্তিম সূর্যের চিন।
বিষয়: বিবিধ
৮৬৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনুপ্রেরণার জন্য জাজাকাল্লাহু খাইর।
জাযাকাল্লাহ খাইর
জান্নাত্মনিসহ সকলের জন্য অন্নেক অন্নেক দোয়া ও আন্তরিক শুভেচ্ছা ।
মন্তব্য করতে লগইন করুন