এরা চির কাঙাল!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২০ এপ্রিল, ২০১৭, ০৯:১৯:১৪ রাত
এরা কাঙাল হয়ে পৃথিবীতে আসে আবার চির কাঙাল হয়েই দুনিয়া থেকে বিদায় নেয়। নগ্ন ঘৃণ্য খ্যাতির মোহে এরা আযানের মত পবিত্রতম - সুন্দরতম বিষয়কেও কালিমালিপ্ত করতে কুণ্ঠিতবোধ করে না। সর্বশেষ সনু নিগমের সাথে বাংলাদেশী কন্যা তসলিমা নাসরিন যেভাবে সুর মিলিয়েছেন তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। পুরুস্কারের পুরো শর্ত না মেনেই টাকা প্রাপ্তির বাসনা?! টাকা ও খ্যাতির প্রতি আপনাদের এতোই লোভ???!!
মসজিদের আযানকে কটাক্ষ করার কারণে যে উত্তপ্ত আবহাওয়া বিরাজমান তারই প্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গের এক মুসলিম নেতা পুরুস্কারের ঘোষণা দেন। পুরুস্কার পাওয়ার শর্ত হল, এক. মাথা ন্যাড়া করা, দুই. ছেঁড়া ফাটা জুতার মালা গলে পরা এবং তিন. দেশের একশ’ কোটি লোকের প্রত্যেকের বাড়ীতে গিয়ে সনু নিগমের ক্ষমা প্রার্থনা করা। এই তিনটি শর্ত পূরণ করলেই তাকে ১০ লাখ টাকা পুরুস্কার দেয়া হবে। কিন্তু সনু নিগম তা না করে একজন নাপিতকে দিয়ে মাথা ন্যাড়া করে ঐ টাকা দাবী করছেন আর তার সাথে সুর মিলিয়েছেন কুখ্যাত তসলিমা নাসরিন। খুবই হাস্যকর বটে!!!
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক তাই…
জাজাকাল্লাহু খাইর।
ঠিক তাই…
জাজাকাল্লাহু খাইর।
জাযাকাল্লাহ খাইর
অন্নেক অন্নেক দোয়া ও আন্তরিক শুভেচ্ছা।
মন্তব্য করতে লগইন করুন