প্রাণাধিকা মাহদিয়ামণির প্রেম...
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৪ এপ্রিল, ২০১৭, ০৬:৫০:৫১ সন্ধ্যা
একি! মণি মুক্তোয় মোড়ানো ভালোবাসার অপূর্ব গভীরতা
শিরায় বহে কোমল কুসুমে ভরা মায়াবী লুকানো কচিপাতা।
প্রাণে প্রাণ ছুঁয়ে অতলস্পর্শী মন আবেগের তরী খোঁজে
অমূল্য স্পর্শের মোহমতি অনুভূত হয় হৃদয়ের ভাঁজে ভাঁজে।
নির্জন প্রান্তরে জেগে উঠে নব ছন্দের মনমাতানো সুর
অন্তরালের নতুনত্বে কুঁড়িগুলো ফুটে উঠে চিত্ত সুমধুর।
ক্ষণে ক্ষণে রূপ বৈচিত্র্যে ভাসে অনন্তের ফল্গুধারা
হৃদয় যমুনায় চন্দ্র করে খেলা, স্বর্ণশস্যে গোলাভরা।
মায়ার বাঁধন বিচিত্ররূপে ফুল দিয়ে সদা মালা গাঁথা
আহ্লাদী তরুছায়া এপাশ ওপাশ ফিরে দুলে উঠে মাথা।
প্রেমের কি নিখুঁত বুনুনি তোমার, ভেবে হই সারা
বিমুগ্ধ প্রাণে বন্ধনের স্বাদ হীরার অনুভবে ভরা।
রিক্ত আঁখিকোণে অশ্রুবিন্দু স্বপ্নের শত ছবি আঁকে
নতুনত্বের অবগাহনে উচ্ছ্বাসের সুর নদীর বাঁকে বাঁকে।
আনন্দগানে-ব্যাথা ক্রন্দনে প্রেমমুগ্ধ ছল ছল আঁখি
প্রাণাধিকার উৎসর্গিত মহাপ্রেম সযতনে তুলে রাখি।
বিষয়: বিবিধ
৯০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন