প্রিয়তমের (সাঃ) পথে…Rose Rose Rose

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২১ মার্চ, ২০১৭, ১০:০১:১৮ রাত

Rose Rose Rose

ভালোবাসার অশ্রু ঝরে

নবী মোহাম্মদে (সাঃ)

সকল সৃষ্টি করুণা মাগে

এই ধরণীতে।

মুসাফির খোঁজে পথ

প্রিয়তমের পথে

মহান প্রভূর নাম

হৃদয়েতে গেঁথে।

তবু কেন নেই হিম্মত

আজি উম্মতে?

দলাদলি কোন্দল

মুমিন মুমিনাতে?!

কোথায় মুসলমান ভাই ভাই

আবেগ-অনুরাগ, কাজে?

সংগ্রামী কাফেলা কোথায়

ঝড় তুফানী সাঁঝে।

অসহায় আজ মরছে ধুকে

জালিমের কষাঘাতে

ন্যায়ের পথ রুদ্ধ কেন

এই পৃথিবীতে?

দ্বীনের পোশাক নিচ্ছে খুলে

বিপুল জনতার স্রোতে

ন্যায় সত্যের চিহ্ন খুঁজে

দেব দেবী মূর্তিতে!!

মুসলমানের খেতাব জঙ্গি

নিন্দিত বসে গদিতে

ধর্মপ্রথা বিলুপ করে

তাজা রক্তের নদীতে।

মৃত ধর্মে ভর করে বাঁচে

শুষ্ক তৃণ ভূমিতে

আপন আলয়ে বিভোর হয়ে

মুক্তি খোঁজে বেদীতে!!

Rose Rose Rose

বিষয়: বিবিধ

৯১৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382374
২১ মার্চ ২০১৭ রাত ১১:৪৫
কুয়েত থেকে লিখেছেন : জালিমের কষাঘাতে ন্যায়ের পথ রুদ্ধ এই পৃথিবীতে ঈমানের বলে বলিয়ান হলেই সকল সমস্যার সমদান সম্ভব আপনাকে অনেক অনেক ধন্যবাদ
২৬ মার্চ ২০১৭ সকাল ১১:৫৮
316073
সন্ধাতারা লিখেছেন : Salam. Jajakallah for beautiful comment.
382385
২২ মার্চ ২০১৭ রাত ০৮:০৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিত। রাসূল ﷺ বলেছেন, নিঃসঙ্গ ও অপরিচিত অবস্হায় ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে। অচিরেই তা নিঃসঙ্গ ও অপরিচিত অবস্হায় প্রত্যাবর্তন করবে। অতএব: নিঃসঙ্গ ও অপরিচিতদের জন্য সুসংবাদ। (সুনানে ইবনে মাজাহ: ৩০/কলহ-বিপর্যয়, পরিচ্ছদ: ৩০/২৫: ,হাদিস নং: ২/৩৯৮৭, ইফাবা)
২৬ মার্চ ২০১৭ সকাল ১১:৫৯
316074
সন্ধাতারা লিখেছেন : Salam api. Jajakallah for ur valuable comments. How r u api?
২৯ মার্চ ২০১৭ রাত ০৮:১৭
316094
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। মেরুদন্ডের সমস্যাটা আবারো শুরু হয়েছে হাসপাতাল, ডাক্তার করে দিন যাচ্ছে। তুমি কেমন আছ আপি?
০৬ এপ্রিল ২০১৭ রাত ০৮:৫৯
316133
সন্ধাতারা লিখেছেন : তোমার অসুস্থতার কথা জেনে মনটা ভীষণ খারাপ হয়ে গেলো। কষ্ট পেয়ো না আপু, এটাই তোমার সবরের পরীক্ষা। আল্লাহ্‌ পাক তোমার মঙ্গল করুণ, রোগমুক্ত করুণ এটাই আকুল প্রার্থনা।

আমি ভাল আছি আলহামদুলিল্লাহ্‌।
382615
১২ এপ্রিল ২০১৭ দুপুর ১২:৪১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ @@ জালিমের কষাঘাতে ন্যায়ের পথ রুদ্ধ এই পৃথিবীতে ঈমানের বলে বলিয়ান হলেই সকল সমস্যার সমদান সম্ভব আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়ার সাথে সহমত। জাযাকুমুল্লাহ্
382677
১৪ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৬:৫৭
সন্ধাতারা লিখেছেন : সালাম। তোমাকেও অন্নেক ধন্যবাদ আপু। ভালো থেকো এই কামনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File