শুধুই কৃতজ্ঞতা …
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ০৬:৩২:০২ সন্ধ্যা
গতকালের কর্মময় দিনটি ছিল আমার জীবনের অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ একটি দিন। কাজের চাপে তাপে মনে হচ্ছিল যেন অশান্ত মহাসাগরে হাবুডুবু খাচ্ছি। অদম্য এক কৌতূহল থেকে এরই মাঝে হঠাৎ এক ঝলক উঁকি দিলাম ফেইস বুকে। অপ্রত্যাশিতভাবে চোখে পড়লো বিডি ব্লগ বরেণ্য সু-লেখক এবং সর্বজন শ্রদ্ধেয় রিদওয়ান কবির সবুজ ভাইয়ের পোষ্টটি। যিনি বিশেষ অর্থপূর্ণ একটি রিভিউ লিখেছেন “মনি মুক্তোয় মোড়ানো মনোলোভা মালিকা” বইটি সম্পর্কে। আমার প্রিয় ব্লগ বাড়ীর সকল প্রিয়জনদের উদ্দেশ্যে নীচে সেটি হুবহু তুলে ধরলাম-
”মনি মুক্তোয় মোড়ানো মনোলোভা মালিকা”
একটি নতুন ধরনের সীরাত গ্রন্থ। গ্রন্থটির লেখিকা মরিয়ম বানু একজন প্রবাসী লেখক ও ব্লগার। বাংলাভাষায় রাসুল (সাঃ) এর উপর মৌলিক অনুবাদ ও অনেক সীরাত গ্রন্থই আছে । এই তালিকায় এই গ্রন্থটি একটি নতুন ধারার বই হিসেবে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস। গ্রন্থটি গতানুগতিক কোন জীবনি গ্রন্থ নয়। রাসুল (সাঃ) এর নবুওতি জীবন নিয়ে কোন আলোচনা নয় এটি। একজন মানুষ হিসেবে, একজন প্রেমময় স্বামী হিসেবে, একজন স্নেহময় পিতা হিসাবে রাসুল (সাঃ) এর জীবন এর ঘটনা ও তা থেকে পাওয়া শিক্ষাগুলি আলোচিত হয়েছে এই গ্রন্থে। ইয়াতিমদের প্রতি তাঁর স্নেহ, শত্রুদের প্রতি তার মানবিক আচরন, এমনকি পশু-পাখির প্রতি তাঁর ভালবাসার কথা লেখিকা লিখেছেন অনেক দরদ দিয়ে। বইটির ভাষা খুবই সুন্দর। এটাকে কোন সীরাত গ্রন্থের বদলে গদ্যে লিখা নাত ও মনে হয় বলা যায়।
সুন্দর প্রচ্ছদটি করেছেন আফসার নিজাম। প্রকাশ করেছে পাথফাইন্ডার প্রকাশনি বগুড়া। বইটি পাওয়া যাচ্ছে ঢাকা বইমেলায় পরিলেখ এর ষ্টলে। ষ্টলটি সুহরাওয়ার্দি উদ্যান এ খাবার এর দোকান এর পাশের লাইনেই আছে।
আরও জেনে ভীষণ আনন্দিত হলাম সবুজ ভাইকে উৎসর্গ করা বইটির সুসংবাদ পেয়ে। বইটির নাম- প্রণয় পংক্তি। জনপ্রিয় লেখক - শ্রদ্ধেয় বুলবুল সরওয়ার। অধীর আগ্রহে অপেক্ষা করছি বইটি পড়ার জন্য।
যদিও ফেইস বুক জগতের সাথে আমার পরিচয়, ভালোলাগা ও সখ্যতা মাত্র কয়েকদিনের। অবিশ্বাস্য হলেও সত্যি এই জগতের সাথে আমার পরিচয় অনেকটা বাধ্য হয়েই। উপলক্ষ্য ছিল আমার লিখা সীরাত গ্রন্থটি। যেখানে মিশে আছে আমার দুর্নিবার এক আবেগ ও গভীর অনুভূতি মিশ্রিত অফুরান ভালোবাসা। আর এই সুপ্ত বাসনার বীজ মূলত প্রোথিত হয়েছিল এই বিডি ব্লগেই। এক্ষেত্রে শ্রদ্ধাভাজন সবুজ ভাইসহ অনেক প্রিয় ব্লগার ভাই বোনদের অকৃত্রিম স্নেহ, ভালোবাসা ও হিতোপদেশ অপরিমেয় ও অতুলনীয়। আজকের এই অশ্রুসিক্ত মুহূর্তে আপনাদের সবার প্রতি আমার শুধুই কৃতজ্ঞতা……।
মহান আল্লাহ্ সুবহানুতা’আলা আমাদের সকলের এই মহতী উপলব্ধি ও উদ্যোগকে কবুল করুণ। আমীন।
বিষয়: বিবিধ
১৭১২ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বইটা কি আপনার লিখা??
অনিয়মিত তাই অজানা অনেক কিছু ই।
জ্বি আপুম্নি। পূর্বের পোষ্টে লিখা আছে।
অন্নেক দিন পর আসলেন! ভালো আছেন?
ফেইস বুকে থাকলে জানাবেন।
জ্বি আপুম্নি। পূর্বের পোষ্টে লিখা আছে।
অন্নেক দিন পর আসলেন! ভালো আছেন?
ফেইস বুকে থাকলে জানাবেন।
চিনবেন আশাকরি।
পেয়েছি, রিকু পাঠিয়েছি দুইটা আইডি দিয়ে,
সেটা ইচ্ছে হয় গ্রহণ করবেন
পেয়েছি, রিকু পাঠিয়েছি দুইটা আইডি দিয়ে,
সেটা ইচ্ছে হয় গ্রহণ করবেন
এত্ত কম ফ্রেন্ড!!!
তবে অবাক হয়েছি,
এর মাঝে ও ৯ টা মিউচুয়াল ফ্রেন্ড দেখে ;
আগেই দেওয়া হয়ে গেছে। শুধু আমি না বইটি েযে ষ্টলে বিক্রি হচ্ছে সেখানে শ্রদ্ধেয় েইতিহাসবিদ ডঃ মাহফুজুর রহমান আকন্দ স্যার ও বইটির খুব প্রশংসা করলেন।
সত্যিই আপনার অপূর্ব দায়িত্ববোধ ও আন্তরিকতায় মুগ্ধ হলাম। লিখার জগতে প্রথম বইয়ের মূল্যায়ন সম্পর্কে আপনার হৃদয়ের কথাগুলো আমার জন্য অশেষ পাওনারূপে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সম্মানিত জ্ঞানতাপস ডঃ মাহফুজুর রহমান আকন্দ ভাইয়ের গল্প শুনেছি অনেক। ওনাকে শুধু ছবিতেই দেখেছি। কথা হয়নি কখনো।
বই প্রকাশের ব্যাপারে আকন্দ ভাইয়ের উৎসাহ ও উদ্দীপনায় আপ্লুত হয়েছি। সবার কাছে আজ আমার সত্যিই বারে বারে বলতে ইচ্ছে করে ——শুধুই কৃতজ্ঞতা।
আপনার জন্যও অন্নেক অন্নেক দোয়া ও আন্তরিক শুভেচ্ছা।
সীরাত গ্রন্থের জন্য পায়ের ঝলসানো মাংস দিয়ে নয়, হৃদয়ের অফুরান মহব্বত দিয়ে শুভেচ্ছায় সিক্ত করুণ।
শুভেচ্ছান্তে …
লিখিকার পরিচয়ে বই পড়তে অবশ্যই মন ব্যাকুল হয়ে আছে, পাঠকের রিভিউতে যেন মনের ব্যাকুলতা আরো বেড়ে গেল।
না পাওয়ার বেদনা অনূভব হচ্ছে।
তোমার মন্তব্য পেয়ে অনেক আপ্লুত ও উজ্জ্বীবিত হলাম।
তোমার জন্য অন্নেক অন্নেক দোয়া ও আন্তরিক শুভেচ্ছা। বোনের জন্যও দোয়া চাই।
জেনে আনন্দিত হলাম। জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন