গর্ভধারিণী “মা”
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৭ জানুয়ারি, ২০১৭, ০৮:৩৮:৪২ রাত
সুন্দরতম সৃষ্টি তুমি “মা” এই বিশ্ব নিখিলে
তোমার মুখের স্নিগ্ধ হাসি আনন্দ দেয় ঢেলে।
লালিত্যের অমর পরশে থাকুক জীবন ঘিরে
আলোক প্রদীপ উজ্জ্বল হোক আঁধারির তীরে।
জীবন সমাধি শেষ হোক মোর তোমারিই আগে
মরণের পর খুঁজিব সেথা তোমার সোহাগী বাগে।
“মা” ছাড়া এ ভূবণে বাঁচতে চাই না আমি
প্রার্থনা মাগি সদা তোমা কাছে হে অন্তর্যামী।
তোমার ছোঁয়ায় কাটে যেন মোর এ দিবানিশি
তুমি আমার অমূল্য রত্ন, ভরা পূর্ণিমার শশী।
তোমার স্নেহে পুলকিত মনে প্রশান্তির ঝর্ণা বহে
দরদী প্রাণের প্রলেপের ছোঁয়া শোভিত অপরূপে।
সীমাহীন মমতায় আশ্রিত রেখো কাঙ্ক্ষিত মোরে
পরম সান্নিধ্যে রেখেছিলে যেমনি তোমার জঠরে।
ভরে যাক উষ্ণ সুবাসিত ধরণী কুসুমিত নহরে
অসীম প্রাপ্তির আনন্দে আলোকিত সরোবরে।
স্নেহের তাজাল্লিতে দিলকে রাখো মা সদা জ্যোতির্ময়
তোমার মায়ায় শান্তি ঝরে রবের করুণার্দ্র ইশারায়।
তোমা ভালোবাসার কল্লোলধ্বনি নয়ন জলে ভাসে
ভক্তি শ্রদ্ধায় কাঁদে চিরঋণী মন আবেগে উচ্ছ্বাসে।
দোয়ায় যেন আবে কাউছার ফোঁটায় ফোঁটায় ঝরে
আরশে আযীম প্রেমে উদ্বেলিত আল্লাহ্র শোকরে।
বিষয়: বিবিধ
১৩৬৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি বলেছেন, মায়ের আগেই চলে যেতে চান। আর আমার কেন জানি মনে হয় আমার বিবি বলবে, 'তোমার আগে যেন খোদা আমায় নিয়ে তুলে নিয়ে যায়'।
মাকে নিয়ে মনের অভিব্যক্তি চমৎকার হয়েছে।
মাঝে মাঝে খাবার দাবার নিয়ে মৃত ব্লগটাকে সতেজ রাখুন।
অন্নেক দোয়া আপনার জন্য।
মন্তব্য করতে লগইন করুন