গর্ভধারিণী “মা”

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৭ জানুয়ারি, ২০১৭, ০৮:৩৮:৪২ রাত



সুন্দরতম সৃষ্টি তুমি “মা” এই বিশ্ব নিখিলে

তোমার মুখের স্নিগ্ধ হাসি আনন্দ দেয় ঢেলে।

Music

লালিত্যের অমর পরশে থাকুক জীবন ঘিরে

আলোক প্রদীপ উজ্জ্বল হোক আঁধারির তীরে।

Music

জীবন সমাধি শেষ হোক মোর তোমারিই আগে

মরণের পর খুঁজিব সেথা তোমার সোহাগী বাগে।

Music

“মা” ছাড়া এ ভূবণে বাঁচতে চাই না আমি

প্রার্থনা মাগি সদা তোমা কাছে হে অন্তর্যামী।

Music

তোমার ছোঁয়ায় কাটে যেন মোর এ দিবানিশি

তুমি আমার অমূল্য রত্ন, ভরা পূর্ণিমার শশী।

Music

তোমার স্নেহে পুলকিত মনে প্রশান্তির ঝর্ণা বহে

দরদী প্রাণের প্রলেপের ছোঁয়া শোভিত অপরূপে।

Music

সীমাহীন মমতায় আশ্রিত রেখো কাঙ্ক্ষিত মোরে

পরম সান্নিধ্যে রেখেছিলে যেমনি তোমার জঠরে।

Music

ভরে যাক উষ্ণ সুবাসিত ধরণী কুসুমিত নহরে

অসীম প্রাপ্তির আনন্দে আলোকিত সরোবরে।

Music

স্নেহের তাজাল্লিতে দিলকে রাখো মা সদা জ্যোতির্ময়

তোমার মায়ায় শান্তি ঝরে রবের করুণার্দ্র ইশারায়।

Music

তোমা ভালোবাসার কল্লোলধ্বনি নয়ন জলে ভাসে

ভক্তি শ্রদ্ধায় কাঁদে চিরঋণী মন আবেগে উচ্ছ্বাসে।

Music

দোয়ায় যেন আবে কাউছার ফোঁটায় ফোঁটায় ঝরে

আরশে আযীম প্রেমে উদ্বেলিত আল্লাহ্‌র শোকরে।



বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381331
১৮ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:০৯
গাজী সালাউদ্দিন লিখেছেন :
জীবন সমাধি শেষ হোক মোর তোমারিই আগে

মরণের পর খুঁজিব সেথা তোমার সোহাগী বাগে।


আপনি বলেছেন, মায়ের আগেই চলে যেতে চান। আর আমার কেন জানি মনে হয় আমার বিবি বলবে, 'তোমার আগে যেন খোদা আমায় নিয়ে তুলে নিয়ে যায়'।
মাকে নিয়ে মনের অভিব্যক্তি চমৎকার হয়েছে।
০৭ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১০:৩৫
315616
সন্ধাতারা লিখেছেন : Salam little brother. I think my bhabi will say same like me!!!!
381339
১৯ জানুয়ারি ২০১৭ রাত ০১:৪৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০৭ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১০:৩৫
315617
সন্ধাতারা লিখেছেন : Salam. Jajakallahu khair.
381354
২০ জানুয়ারি ২০১৭ সকাল ০৫:৩২
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
০৭ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১০:৩৬
315618
সন্ধাতারা লিখেছেন : Salam little brother. How u doing? It's nice to see ur presence. Jajakallah
০৯ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৭:২৫
315642
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম। অনেকদিন পর আসলাম ব্লগে। আপনিও তো তেমন আসেন না,ভালো খাওয়া দাওয়াও হয়না। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। রান্নাবান্না চলছে দারুন....এইমাত্র টুনা ফিস,ভেজিটেবলস আর ব্রাউন রাইস ফ্রাই করে টানলাম। সাথে করলার জুস মুখ বাকা করে টানলাম.....অনুভূতিতে আসার আগেই পেটে চালান করে দিলাম....আপনার সংবাদ কি?
১৭ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:২৬
315724
সন্ধাতারা লিখেছেন : শত ব্যস্ততার ভীড়েও আপনার মন্তব্য পড়ে না হেসে পারলাম না। ভালো আছেন জেনে অনেক ভালো লাগলো।

মাঝে মাঝে খাবার দাবার নিয়ে মৃত ব্লগটাকে সতেজ রাখুন।

অন্নেক দোয়া আপনার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File