প্লিজ আমার “প্রিয়তম” - কে বাঁচাতে এগিয়ে আসুন!!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৯ নভেম্বর, ২০১৬, ০৫:২০:২১ বিকাল
যার পবিত্র উষ্ণ ছোঁয়া, মহতী উপদেশ ও পরম মমতায় দিবারাত্রি কেটেছে আমার। মনমরা বিবর্ন পাংশু বদনখানি যার উজ্জ্বল আভায় মুহূর্তেই আনন্দে উদ্ভাসিত হয়ে উঠতো একদিন আজ সে মৃত্যুর সন্ধিক্ষণে! কংল্কালসার তার দেহের দিকে তাকালেই অন্তর আমার হু হু করে আর্তনাদ করে উঠে। মুহূর্তেই অবশ ও বোবা হয়ে যাই আমি। কী বলবো? কাকে বলবো? কীভাবে বলবো? নুন্যতম ভাষাজ্ঞানও হারিয়ে ফেলেছি যেন!
ভালোবাসার এই জায়গাটিকে নিয়ে কতজনের কত মান অভিমান, অভিযোগ অনুযোগ, বাদ প্রতিবাদ, আবেদন নিবেদন, অনুরোধ অপেক্ষা, চলে যাওয়া, ফিরে আসা, কিংবা একেবারেই চিরতরে হারিয়ে যাওয়া কিন্তু কিছুতেই কোন উপশম হচ্ছে না!
এ কঠিন ব্যাধির যথাযথ রোগ নির্ণয় করে প্রতিষেধকের কোন কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না অদ্যাবধি! কেন?! কেন এতো অবজ্ঞা অবহেলা? কেন এই প্রাণবন্ত ব্লগটির প্রতি এতো নির্দয় নিষ্ঠুর আচরণ? কেন স্বহস্তে ব্লগটিকে গলা টিপে মেরে ফেলার এহেন উদ্যোগ আয়োজন?! কেন নিয়মিত আপডেট নেই? নেই কোন স্টিকি পোষ্ট? দীর্ঘদিন থেকে কেন বিরাজমান এই বেহাল অবস্থা? দয়া করে একটু বলবেন কী? সম্মানিত সম্পাদক মহোদয় বা গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিগণ যারা এর মূল দায়িত্বে রয়েছেন।
জ্বী প্রাণপ্রিয় পাঠকমহল, আমার “প্রিয়তম” বিডি ব্লগের কথাই বলছি! আজো খুব করে মনে পড়ে ১লা জুন ২০১৩ সালের আলো ঝলমলে দিনটির কথা। সেদিন ছিল আমার ব্লগে পদার্পণের প্রথম দিন। তখন একে ওপরের লিখায় পারস্পারিক আন্তরিকতাপূর্ণ উৎসাহব্যঞ্জক ও প্রেরণাদায়ক উত্তম মানসিকতার পাঠকের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়। এখনো কিছু শ্রদ্ধেয় ব্লগারবৃন্দের একনিষ্ঠ প্রচেষ্টায় ব্লগটা কোন রকমে টিকে আছে। শত শত মন্তব্য হারিয়ে যাওয়ায় অনেক লেখক লেখিকার হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। অনেকে প্রতিবাদও করেছেন। কিন্তু কোন প্রতিকার হয়নি। তারপর একে একে অনেকেই কষ্ট নিয়ে বিদায় হয়েছেন।
অত্যন্ত পরিতাপের বিষয় দিনে দিনে দুর্গতির মাত্রা আরও বেড়েই চলেছে। চির পরিচিত ব্লগটিকে এখন বেশ অচেনা ও দুর্বোধ্য মনে হয়। তাই এখনো সময় আছে, সকলের সমন্বিত প্রাণপণ প্রচেষ্টায় ও স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই জীর্ণ শীর্ণ নিষ্প্রাণ নিষ্প্রভ ময়দানটিকে বাঁচাতে এগিয়ে আসুন প্লিজ!!
বিষয়: বিবিধ
১৬২৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সহমত পোষণ করে আপনার মূল্যবান প্রথম উপস্থিতির জন্য জাযাকাল্লাহু খাইরান।
( আপনার পরিবারের সবাই কেমন আছে? আমি প্রথমে শিরোনাম পড়ে অস্থীর হয়ে গেলাম আপনার প্রিয়তমের কি হলো। নেট সমস্যা করতে ছিলো তাই আরো অস্থীর হলাম। অবশেষে যখন পাতা খুললো তখনই বুঝতে পারলাম আমাদের সকলের প্রিয়তম ব্লগবাড়িটার কথা। আসলেই আপুনি নানা ঝড়ের মাঝেও যে ব্লগটা টিকে ছিলো ব্লগারের অভাব ছিলোনা। এখন ব্লগারের অভাবে যেন মৃতপ্রায়। তাই আপনি সহ ব্লগের মুরুব্বী যারা তারা সকলের সম্মিলিত চেষ্টায় আবারো ব্লগটাকে স্বক্রিয় করার উদ্যোগ নিন। প্লিজ!
সহমত প্রকাশের জন্য অন্নেক ধন্যবাদ। আমার পরিবারের সকলেই ভাল আছে আলহামদুলিল্লাহ্। তোমরা সবাই ভাল তো আপু?
তোমার নিখাদ আন্তরিকতায় মুগ্ধ হলাম আপু। সত্যি বলছি ব্লগের দৈন্যদশার কষ্ট আমার আপনজনদের কষ্টের চেয়েও কোন অংশেই কম নয় আপু!
আমি আমার সাধ্যমত চেষ্টা করছি। ব্লগাঙ্গনকে উজ্জ্বীবিত রাখতে শ্রদ্ধেয় ব্লগারবৃন্দের কাছেও সবিনয় অনুরোধ রাখছি। আশাকরি সাধ্যমত সবাই চেষ্টা করবেন।
আন্তরিকভাবে এগিয়ে আসার জন্য আবারও অনিঃশেষ দোয়া ও প্রাণঢালা শুভেচ্ছা।
জাযাকাল্লাহু খাইরান।
ব্লগাঙ্গনকে উজ্জ্বীবিত রাখতে শ্রদ্ধেয় সকল ব্লগারবৃন্দের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকুক এটা আমারও একান্ত চাওয়া। তবে এই উদ্যোগ ব্যক্তিগতভাবে চলমান রাখা অনেকটা দুরূহ। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমার এ ধারণা।
তোমার সুন্দর মানসিকতাপূর্ণ ভূমিকা ও আন্তরিকতায় মুগ্ধ হলাম আপু।
সর্বাবস্থায় ভালো থাকো এই প্রার্থনা।
হয়েছে। তারপর ব্লগ ঠিকে আছে।
আপনার মন্তব্য থেকে অন্নেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেলাম আজ। পরম করুণাময়ের নিকট প্রাণভরে দোয়া করা ছাড়া আর তো কিছুই করতে পারবো না এসব মহৎ ব্যক্তিত্ব ও পরোপাকারী ব্যক্তিদের জন্য। ব্লগের সম্মানিত প্রতিষ্ঠাতাকে এরেস্ট করা হয়েছে জেনে ভীষণভাবে মর্মাহত হলাম। সম্ভব হলে বিস্তারিত জানালে খুবই কৃতার্থ হতাম। সেইসাথে আপুম্নির বিষয়েও জানতে ইচ্ছে হচ্ছে খুব।
ওনার ব্লগীয় নামটি বলা যাবে কি?
আমিও দীর্ঘদিন যাবত ব্লগসংক্রান্ত নানামুখী সমস্যায় জর্জরিত। তারপরও পণ করেছি যত বাধা বিপত্তিই আসুক না কেন শেষ পর্যন্ত আমার চেষ্টা অব্যাহত রাখবোই।
আবারো অনুরোধ রাখছি বিশদভাবে জানানোর জন্য। যদি অসুবিধা না থাকে তো!
ভালো থাকুন। এই প্রার্থনা।
সহমত প্রকাশ করে আন্তরিকভাবে এগিয়ে আসার জন্য অনিঃশেষ দোয়া ও প্রাণঢালা শুভেচ্ছা।
তবে এক ভাইয়ার মন্তব্য থেকে জানতে পেলাম ব্লগের সম্মানিত প্রতিষ্ঠাতাকে এরেস্ট করা হয়েছে। এখন তো আমার লিখাটির জন্য ভীষণভাবে অনুতাপ করছি।
ব্লগাঙ্গনকে উজ্জ্বীবিত রাখতে শ্রদ্ধেয় ব্লগারবৃন্দসহ আপনার কাছেও সবিনয় অনুরোধ রাখছি। আশাকরি সবাই সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবেন শত প্রতিকূলতা সত্ত্বেও।
প্রেরনাপুর্ন মন্তব্যসহ মূল্যবান উপস্থিতির জন্য জাযাকাল্লাহু খাইরান।
নতুন ব্লগার সৃষ্টি প্রয়োজন। আর যারা ব্লগ ছেড়ে গেছেন তাদের ফিরে আসতে বলি!
ব্লগে আপনার অবদান, সত্যিই অপূর্ব অনবদ্য মহান।
আপনাদের মত শ্রদ্ধেয় ব্লগারদের কাছে আমাদের ঋণ অনেক অনেক বেশী।
সর্বাবস্থায় ভালো থাকুন এই প্রার্থনা।
আপনার যৌক্তিক ও বিজ্ঞ মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করার কোন সুযোগ নেই। অন্নেক জ্ঞানগর্ভ সুন্দর ও বিশ্লেষণাত্মক
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
সর্বাবস্থায় ভালো থাকুন এই প্রার্থনা।
তোমার সাথে সম্পূর্ণ সহমত আপু।
ব্লগাঙ্গনকে উজ্জ্বীবিত রাখতে তুমিসহ শ্রদ্ধেয় সকল ব্লগারবৃন্দের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকুক এটাই প্রত্যাশিত।
সর্বাবস্থায় ভালো থাকো এই প্রার্থনা।
কি করবো আপু! যতটুক সাধ্য আছে এর মধ্য থেকেই চেষ্টা চালিয়ে যাওয়া আর কী!
ব্লগাঙ্গনকে উজ্জ্বীবিত রাখতে তুমিসহ শ্রদ্ধেয় সকল ব্লগারবৃন্দের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকুক এটাই প্রত্যাশিত।
সর্বাবস্থায় ভালো থাকো এই প্রার্থনা।
এখন আর কোন ব্যথা বা অভিমান নেই আপুনি!!
তুমি ফাতেমা আপুকে কোথায় পেলে? ব্লগে উনাকে খুবই মিস করি! সাথে অন্য আপুদেরকেও!!!!!
নারে আপুম্নিতা!! আফ্রাম্নি ঠিকই বলেছে। সবাইকে ডেকে নিজে অনুপস্থিত থাকাটা নিশ্চয়ই শোভনীয় কাজ নয়! কিন্তু কী করবো? আমার যে অন্নেক দায়দায়িত্ব!
মনটা ব্লগে পড়ে থাকে সারাক্ষণ! ছটফট করি কিন্তু সময় করতে পারিনা।
নারে আপু! আফ্রা আমার ব্যাপারে কিছুই লিখেনি বা মন্তব্যও করেনি।
দেখো! এই মুহূর্তেও কাজের অফার ফিরিয়ে দিলাম। শুধু ব্লগ প্রেমের কারণে!!!!
কতবার যে পেনাল্টি গুনেছি ঠিক সময়ে মর্গেজ না দিয়ে!!!
ডাক্তার হিসাবে আমি যেমন ই হই আপনার কোন ভয় নেই !!
আপনি তো আর আমার কাছে চিকিৎসা নিতে আসবেন না যে আপনাকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলব
সকলের প্রাণের কথাগুলো বলতে পেরে আমারও ভালো লাগছে তবে পরবর্তী পর্যায়ে কিছুটা উন্নতি হলে আরও ভালো লাগতো সবার।
সর্বাবস্থায় ভালো থাকুন এই প্রার্থনা।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন