হে শ্রদ্ধেয় প্রাণের কবি - “ফররুখ আহমেদ”
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৮ নভেম্বর, ২০১৬, ০৭:৪২:৩৭ সন্ধ্যা
মুসলিম উম্মাহর প্রাণের অলংকার হে আমার প্রিয় কবি
হৃদয়ের আঁচড়ে এঁকেছো শত মুক্তির নব দিগন্তের ছবি।
চিরন্তন বৈশিষ্ট্যে আশ্চর্য আলো আঁধারির দুর্জ্ঞেয় রহস্যময় পথে
রূপ-অপরূপ আর অসীমের মাঝে আজো মিশে অনন্তের সাথে।
তোমার ছোঁয়ায় সুন্দর জীবনের প্রত্যাশা আবেগ তাড়িত প্রাণে
নতুন স্বপ্ন বাসনার জন্ম হয় সাম্য ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে।
তোমার আবির্ভাব সত্যনিষ্ঠ বলিষ্ঠ উন্মেষ নবজাগরণে
মুক্তি প্রয়াসী বিপ্লবী মন জেগে উঠে আমূল পরিবর্তনে।
অব্যক্ত গভীরতার অন্তহীন প্রাণাবেগ সতত হৃদয়ে নাড়ে
প্রাপ্য জুটেনি কিছুই জীবন উজাড় করে ঢেলে দিয়েছো যারে।
ধ্বংসস্তূপে অতৃপ্ত মনে বুকভরা বেদনা ছিল নিত্য সাথী
ধর্মানুভূতির স্ফুরণের আড়ালে অশ্রুজলে মালিকা গাঁথি।
কষ্টের প্রাচীর ডিঙিয়ে সার্থক তোমার দুর্ভেদ্য অভিযান
স্বতন্ত্র প্রতিভার মহৎ প্রেরণা তুমি রেখেছো ধর্মের মান।
শত সঙ্কটে আপোষহীন ছিল তোমার দারিদ্র্য ক্লিষ্ট মন
চেতনার আদর্শে লুকানো ব্যথাতুর চাকচিক্যহীন জীবন।
উদ্বিগ্নভরা আঁখির আঁসু আঁখিতেই লুকিয়ে রেখে
রঙিন মখমলে রাঙিয়ে রেখেছো সুখের পরাগ মেখে।
বিষাদের রং তুলিতে অদ্ভুত এক বিস্ময়বোধ জাগে
অপূর্ব অতলান্তিক অনুভূতির সুবাসিত কুসুম বাগে।
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেরনাপুর্ন ফুলেল মূল্যবান উপস্থিতির জন্য জাযাকাল্লাহু খাইরান।
নতুন স্বপ্ন বাসনার জন্ম হয় সাম্য ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে।অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ
প্রেরনাপুর্ন মূল্যবান উপস্থিতির জন্য জাযাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন