আযাদী চাই

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৬ অক্টোবর, ২০১৬, ০১:২৫:৪৫ দুপুর



বুলন্দ আওয়াজ তোল হে মুসলমান

চাই আযাদী চাই মনুষ্যত্বের সম্মান।

Thumbs Up

বাংলা মোদের ভূখণ্ড, নয় কারো পৈত্রিক ভূমি

আপন স্বার্থে ক্ষমতায় আঁকড়ে দুশমনে চুমি।

Thumbs Up

মোদের জন্মভূমি রক্তের দামে কেনা

ক্ষমতালোভী বন্যের দল বেহুশ অচেনা।

Thumbs Up

রক্তমাখা অবোধ শিশুর করুণ ক্রন্দন

নির্যাতিতা মায়ের কণ্ঠে জাগে ভূমিকম্পন।

Thumbs Up

তীর্যক দৃষ্টি মেলে রয় যমীন আসমান

আযাদীর ডাক দিয়ে তোলে বজ্র শ্লোগান।

Thumbs Up

কতকাল গোলামীর পিঞ্জরে দিবে অট্টহাসি

ভুলে বসে আছো হাশরের বিচার -ফাঁসি।

Thumbs Up

হাজারো বোনের সম্ভ্রম লুটে বুক ফুলিয়ে হাটে

বুকে প্রকাশ্যে চালায় গুলি ক্ষমতার দাপটে।

Thumbs Up

আর কতো চাস তোরা খাদিজা তনুর লাশ

পাষণ্ড তোদের কর্ম হবে তোদের গলার ফাঁস।

Thumbs Up

হিংস্র দানব কেড়ে নিচ্ছে কোমল কচি প্রাণ

বুভুক্ষু ব্যাঘ্র মহা তাণ্ডবে লুটে খাচ্ছে ত্রাণ।

Thumbs Up

আযাদীর লড়াই আজ কালের দাবী

ঐক্যের মাঝে আছে বিশ্বের মুক্তির চাবি।

Thumbs Up

এসো সবিই মিলে তুচ্ছ করি ক্ষণিক জীবন

সম্মানজনক পথ চাই মোরা জিহাদী মরণ।

Thumbs Up

তবেই প্রতিটি গৃহে আযাদী আসবে আসতেই হবে

আত্মোৎসর্গের ধরণী উচ্চকিত হবে আত্নগৌরবে।



বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378362
০৬ অক্টোবর ২০১৬ দুপুর ০২:১৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার কবিতাটা খুব ভালো লাগলো....ধন্যবাদ আপনাকে
০৬ অক্টোবর ২০১৬ দুপুর ০২:৫২
313517
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

দীর্ঘদিন পর আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।

নতুন ভাবীর খবর কি?
০৬ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
313525
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ইনশাআল্লাহ, আগামি মাসে দেশে যাচ্ছি, দোয়া করিয়েন, যেন হায়েনাদের কবলে না পড়ি। আল্লাহ যেন হেফাজত করেন।
০৬ অক্টোবর ২০১৬ রাত ০৮:০৮
313527
সন্ধাতারা লিখেছেন : দেশের যা ভয়ঙ্কর অবস্থা। খুবই সাবধানে চলাফেরা করবেন। আপনার পরিবারের সকল মুরুব্বী ও প্রাণপ্রিয় ভাবীকে আমার সস্রদ্ধ ছালাম জানাবেন। আমাদের জন্যও দোয়ার দরখাস্ত রইলো ভাইয়া। আপনাদের জন্যও আন্তরিক দোয়া রইলো। আল্লাহ্‌ চাহে তো সহি সালামতে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ।
378385
০৬ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ সুন্দর কবিতাতির জন্য।
০৬ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৯
313522
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

সুন্দর প্রেরণাপূর্ণ মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
378439
০৮ অক্টোবর ২০১৬ সকাল ১১:২৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : বিশ্বাস করি এমন আজাদী নিশ্চয় আসবে।
আপা, কবিতাখানি অনেক ভালো লেগেছে। ভালো লাগাতে থাকুন।
০৮ অক্টোবর ২০১৬ রাত ০৮:১৯
313555
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু সুহৃদ ছোট ভাই।


আপনার সুন্দর উপলব্ধি ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File