আযাদী চাই
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৬ অক্টোবর, ২০১৬, ০১:২৫:৪৫ দুপুর
বুলন্দ আওয়াজ তোল হে মুসলমান
চাই আযাদী চাই মনুষ্যত্বের সম্মান।
বাংলা মোদের ভূখণ্ড, নয় কারো পৈত্রিক ভূমি
আপন স্বার্থে ক্ষমতায় আঁকড়ে দুশমনে চুমি।
মোদের জন্মভূমি রক্তের দামে কেনা
ক্ষমতালোভী বন্যের দল বেহুশ অচেনা।
রক্তমাখা অবোধ শিশুর করুণ ক্রন্দন
নির্যাতিতা মায়ের কণ্ঠে জাগে ভূমিকম্পন।
তীর্যক দৃষ্টি মেলে রয় যমীন আসমান
আযাদীর ডাক দিয়ে তোলে বজ্র শ্লোগান।
কতকাল গোলামীর পিঞ্জরে দিবে অট্টহাসি
ভুলে বসে আছো হাশরের বিচার -ফাঁসি।
হাজারো বোনের সম্ভ্রম লুটে বুক ফুলিয়ে হাটে
বুকে প্রকাশ্যে চালায় গুলি ক্ষমতার দাপটে।
আর কতো চাস তোরা খাদিজা তনুর লাশ
পাষণ্ড তোদের কর্ম হবে তোদের গলার ফাঁস।
হিংস্র দানব কেড়ে নিচ্ছে কোমল কচি প্রাণ
বুভুক্ষু ব্যাঘ্র মহা তাণ্ডবে লুটে খাচ্ছে ত্রাণ।
আযাদীর লড়াই আজ কালের দাবী
ঐক্যের মাঝে আছে বিশ্বের মুক্তির চাবি।
এসো সবিই মিলে তুচ্ছ করি ক্ষণিক জীবন
সম্মানজনক পথ চাই মোরা জিহাদী মরণ।
তবেই প্রতিটি গৃহে আযাদী আসবে আসতেই হবে
আত্মোৎসর্গের ধরণী উচ্চকিত হবে আত্নগৌরবে।
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দীর্ঘদিন পর আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
নতুন ভাবীর খবর কি?
সুন্দর প্রেরণাপূর্ণ মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপা, কবিতাখানি অনেক ভালো লেগেছে। ভালো লাগাতে থাকুন।
আপনার সুন্দর উপলব্ধি ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন