ইয়াতীমের প্রতি নবীজি (ﷺ) এর ভালোবাসা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৩ অক্টোবর, ২০১৬, ০১:৪৮:০১ দুপুর
মোদের নবী, রহমত দয়া করুণার ছবি
বিশ্ব নিখিলের আলো
সারাটি জীবন যিনি ইয়াতীমকে
প্রাণ দিয়ে বেসেছেন ভালো।
তিনি ছিলেন অনাথ ইয়াতীমের
পরম দরদী বন্ধু
সাহচর্যে, সান্নিধ্যে ও আশ্রয়দানে
এক সুগভীর সিন্ধু।
ভালোবাসার পরশ মেখে
মাথায় বুলিয়ে দিতেন হস্ত
অপ্রত্যাশিত খাদ্য বস্ত্র পেয়ে
খুশী হতেন অভাবগ্রস্ত।
বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন
ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী
জান্নাতের বাগিচায় ইয়াতিমগণ
রবে রাসূলের সঙ্গ ঘিরি।
ইয়াতিমের সাথে বন্ধুত্ব স্থাপন
সৌভাগ্যের চাবি
হাশরের মাঠে জান্নাতে নিতে অসহায়গণ
করবেন দাবী।
দরদী নবীর উম্মত হয়ে
বন্ধু গড়ি ইয়াতীম মিসকিনে
সদা দুঃস্থদের পাশে থাকি
দয়া মায়া আদর্শ কল্যাণে।
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
অনেক দিন পর আপনার সরব মূল্যবান উপস্থিতি ভালো লাগলো।
আপনার সদুপেশটি স্মরণে রেখে অনেক চেষ্টার পর হাল ছেড়ে দিয়ে লিখাটি পোষ্ট করলাম।
আশাকরি মার্জনা করবেন।
সর্বনাশ!! আমি কি আপনার লেখার বাধা হয়ে গেলাম নাকি!!!
আমি যে কী বলেছিলাম তা এখন স্মরণ করতে পারছিনা!
অবশ্যই লেখা কমানো যাবেনা! তবে মানোন্নয়নের চেষ্টা চলতে থাকবে!!
দোয়া করি.
বেশী বেশী দোয়া করবেন ভাইয়া।
জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আমাদের রাসূলের আদর্শে চলার তাওফিক দিন। আমীন।
আপনার প্রার্থনায় আমীন।
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
Excellent
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
আমীন।
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
অসম্ভব ভাল লাগলো। ধন্যবাদ
সুন্দর প্রেরণাপূর্ণ মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন