বিডি পরিবারের সকলকেই ঈদ মোবারক
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৫২:১২ সন্ধ্যা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু।
মুসলিম উম্মাহর পরম আনন্দঘন ত্যাগের এই মহিমাময় গৌরবোজ্জ্ব্যল মুহূর্তে ও ঈদুল আযহার এই পবিত্র কাঙ্ক্ষিত দিনে সন্মানিত বিডি পরিবারের সকলকেই জানাই ঈদ মোবারক।
আসুন, এই শুভক্ষণে মহতী এ দিনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে যে যার অবস্থান থেকে সন্ত্রাস, অপশাসন ও দুর্নীতির মূলোচ্ছেদ করে জাতীকে একটি সোনালী ও শান্তিপূর্ণ সুন্দর সমাজ উপহার দিতে সচেষ্ট হই। সকল মানুষ ভাই ভাই এই ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম – এর পুণ্যময় কর্মে নিজেদেরকে উৎসর্গ করি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরসমূহে দ্বীনের আলোয় আলোকিত করে হৃদ্যতার প্রগাঢ় বন্ধন সৃষ্টি করে দিন। আমীন।
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেষ করে আসলাম।
আমরাও সেদিন ঈদগাহে ঈদের নামায আদায় শেষে বাসায় ফিরেছিলাম মাত্র। বাসা থেকে বেরুবার আগে ছোট্ট একটু পোস্ট! তারপর অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে আর ব্লগে ঢু মারা সম্ভব হয়নি।
আপনার মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো।
আল্লাহ্ সুবহানু তা’আলা আপনাকে উত্তম প্রতিদান দিন।
আপনাকেও ঈদ মোবারক। অনেক দেরীতে হলেও।
সুস্থ থাকুন ভালো থাকুন সবসময়। এটাই কামনা ও প্রার্থনা।
তোমাকেও ঈদ মোবারক। অনেক দেরীতে হলেও।
সবাইকে নিয়ে ভালো থেকো, খুব ভালো।
আপনাকেও ঈদ মোবারক শ্রদ্ধেয়া আপুজ্বী!
সুন্দর আহবানে স হমত পোষণ করে 'জাযাকিল্লাহু ওয়া ইয়্যানা' জানাচ্ছি!
কেমন আছেন?
ছুটি কাটিয়ে আবার সেই প্রবাস নামক বন্দিখানায়!
দুয়ায় দরখাস্ত মুহতারামা আপুজ্বী!
আপনাকেও ঈদ মোবারক। অনেক দেরীতে হলেও।
সুস্থ থাকুন ভালো থাকুন সবসময়। এটাই কামনা ও প্রার্থনা।
মন্তব্য করতে লগইন করুন