প্রভূর প্রাসাদে!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০১ সেপ্টেম্বর, ২০১৬, ১০:২৪:০৬ রাত
চুম্বকিত চুম্বনে কাঁপে ঠোঁট প্রাসাদ চূড়ায়
হৃদয়ের গহীনে প্লাবন বহে প্রভূর মায়ায়।
চিরজ্যোতি চিরঞ্জীব শিখা অঙ্কিত দিলে
নিদ্রিত বিবেক কাঁদে অনুতপ্তের অনলে।
অন্ধকারে জ্বলে উঠে কাঙ্ক্ষিত আলো
স্মরণীয় সময়ে বাঞ্ছিত চিন্ময় ঢালো।
ভ্রমের বৈকল্যে বুনে চিত্তশুদ্ধির কলি
চিত্তোদ্বেগে ভেসে উঠে গুঞ্জরিত অলি।
চিরদুঃখী ভাবিত মন, ভরে যায় চাঁদিমায়
চাপা ক্রন্দনে উছলি নদী, ঘোর বরষায়।
কিরণোদ্ভাসিত চম্পক চয়িত হৃদয়চক্ষু তলে
শ্বেতশুভ্র জ্যোছনায় চপল চন্দ্রক ঝড় তোলে।
নবীজির (সাঃ) বিপ্লবী রেণু বিদ্যুৎ চমকায়
চন্দ্রিকা বনে শান্তি সুধায় পথহারা অসহায়।
ত্যাগের তিলক মেখে আছে সুপ্ত পাঁপড়িতে
ঝকমক করে মহাশক্তির স্পর্শ পাহাড় পর্বতে।
অন্তর্মাধুর্য বিগলিত অন্তঃস্রাবী প্লাবনে
অন্তঃসলিলে উদিত ঝর্ণা চন্দ্রসুখী বদনে।
চিন্তায় জেগে উঠে অনন্য অনুপম প্রেরণা
হৃদয়াবেগের স্রোতে বহে কল্যাণের চেতনা।
প্রভূর নামের বুলন্দ আওয়াজ প্রাসাদ প্রাচীরে
লক্ষ মুসলিম ঐক্যবন্ধনে হাজির প্রার্থনার তরে।
উৎফুল্ল মুমিন উল্লসিত বুকে চেয়ে ঊর্ধ্বাকাশে
গর্বিত শান্তি, অবারিত কৃপায় সৃষ্টিকর্তা হাসে।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দারূণ কবিতা!
প্রথম মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।
ভালো থাকুন, সুস্থ থাকুন সর্বদা এই কামনা।
আশাকরি নিয়মিত লিখবেন।
আপু কবিতার মূল বিষয়টা বুঝলেও অনেক শব্দ জানি না পড়তে ও আমার দাঁত নরবরে হয়ে গিয়েছে তবে ভাল লেগেছে ।ধন্যবাদ আপু
তোমার মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।
দাঁত নড়বড়ে হয়েছে আপুমনি! জেনে আমিও ব্যথিত হলাম। তবে মূল ভাব বুঝতে পেরেছ জেনে আনন্দিত হলাম।
ভালো থাকো , সুস্থ থাকো সর্বদা এই কামনা।
কবিতা এবং ছবি দুটোই অনেক উপভোগ করলাম। প্রভুর প্রাসাদে যাওয়ার আকাংখা বেড়েই চললো!
কবিতা এবং ছবি দুটোই তোমার উপভোগ্য হয়েছে জেনে আমিও ভীষণ আনন্দিত হলাম।
মহান প্রভু তোমার নেক নিয়্যত দ্রুত পূরণ করার তৌফিক দিন আমীন।
ভালো থাকো, সুস্থ থাকো সর্বদা এই কামনা।
আপনার সুন্দর উপলব্ধি ও প্রেরণাপূর্ণ অনুভূতি আমাকেও মুগ্ধ করলো।
ভালো থাকুন দোয়া রইলো। আমার জন্যও দোয়া করতে ভুলবেন না যেন।
মন্তব্য করতে লগইন করুন