সোনার বাংলাদেশ !!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৪ আগস্ট, ২০১৬, ০৮:১৬:৪২ রাত
মোদের সোনার বাংলাদেশ!!
সোনার খনি হল শেষ।
দেশ নিলো লুটে
খুনে আর বুটে।
নেতাদের ভয়
গদি যদি যায়।
ভোট হীন গদি
কেড়ে নেয় যদি।
দাদারা হাসে
পেয়েছে যে বশে।
জিঘাংসায় মেতে
নিচ্ছে আঁচল পেতে।
গার্মেন্টস বাণিজ্য রমরমা
বাড়ছে কোটা হচ্ছে জমা।
কারুকার্য সুন্দর বন
হচ্ছে যেন মৃত প্রাণ।
ট্রানজিট কতো কি
দুধ মাখন খাঁটি ঘি।
এতো মজা নাহি কোথা
দিদি নামে, দাদা নেতা
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সোনার খনি হল শেষ। ভালো লাগলো অনেক ধন্যবাদ
হা হা...
সুন্দর একটি শব্দ সংযোজনের জন্য মুবারকবাদ।
আফসোস ক্ষমতার জন্য আমাদের নেতারা যখন দেশের ভুখণ্ড় দিয়ে ওদের খুশি করে.
মানুষ ক্ষমতার লোভে এতো নীচে নামতে পারে! ভাবতেই অসহনীয় কষ্টে বুকটা ফেটে যায়।
আপনাদের নিরন্তর প্রেরণা ও উৎসাহ দানের জন্য অশেষ কৃতজ্ঞতা।
জাজাকাল্লাহু খাইর।
আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন
দিদি নামে, দাদা নেতা।
কথা খাটি
এতো মজা নাহি কোথা
দিদি নামে, দাদা নেতা।
শতভাগ খাটি কথা
অণ্ণেক শুকরিয়া।
চমৎকার একটি মন্তব্যের জন্য।
ভালো থাকবেন। খুব ভালো।
মন্তব্য করতে লগইন করুন