চাঁদ সোনামণিদের মক্তবে ...Cheer Bee Thumbs Up

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০১ আগস্ট, ২০১৬, ১১:২২:৫৫ রাত



সোবহানাল্লাহ!একি অচিন্ত্য চন্দ্র কিরণ

সোনামণিরা ছুটছে ধেয়ে প্রভূ মেহেরবান।

নক্ষত্রের আলো মক্তব জুড়ে

সুরের মূর্ছনা কচিদের ভীড়ে।

জোসনায় স্নাত গোটা ধরণী

মিষ্টি আলোয় ভেসে যায় তোরণী।

চাঁদ সেতারা হয়েছে বিভোর

উন্মুক্ত সৌন্দর্যের বাতায়ন, ডোর।

অদম্য স্পৃহা জয়ের,পাহাড় কানন গিরি

মৃত্তিকা উদ্বেলিত আনন্দ বক্ষ ঘিরি।

হে মুনিব! জানিনা করতে তোমা গুণগান!

দগ্ধ মনে যত ভাবি হই পেরেশান।

প্রতিটি বালুকণায় তোমার আকর্ষণ।

হৃদয়ে জাগে হিল্লোল, স্নিগ্ধ শিহরণ।

শীতল চক্ষুদ্বয় কোথা নাহি ফিরে

রহমত বহমান জান্নাতি স্রোত ধারে।

চারিদিক শোভিত গাছের ছায়ায়

উড়ন্ত পাখীদের বিমুগ্ধ কায়ায়।

বর্ণীল মেঘেরা যায় ভেসে ভেসে

প্রাণ শীতল হলো স্নিগ্ধ বাতাসে।

মায়ার বাঁধন ডোরে বিস্তৃত চরাচর

কুটিরে রোশনাই আলো প্রভাকর।

জননীর আঁখি ভারে নামে আষাঢ়

সুরেলা কণ্ঠে বাজে খুশীর সেতার।



বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375761
০২ আগস্ট ২০১৬ সকাল ০৭:৫৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম আপি। অনেক সুন্দর কবিতা কিন্তু আপি আরবিভাষায় এ কার এবং ও কার ব্যবহার হয়না। এসলাম,মোসলেম এই শব্দগুলো সঠিক নয়। আর এত সুন্দর ছবিগুলো কিভাবে জোগাড় কর?মাশা আল্লাহ
০৪ আগস্ট ২০১৬ রাত ০৮:০৩
311658
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপি।

তোমার প্রথম উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো।

কোন শব্দগুলোর কথা বলেছো? আমি কি সেগুলো ব্যবহার করেছি?

আর ছবি সেতো গুগল মামার অবদান।
০৪ আগস্ট ২০১৬ রাত ১১:০৫
311668
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! সুবহানাল্লাহ হবে।
০৫ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৪১
311702
সন্ধাতারা লিখেছেন : অন্নেক শুকরিয়া আপি। Good Luck
375774
০২ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:২৭
শেখের পোলা লিখেছেন : মা শা আল্লাহ। ধন্যবাদ ও সালাম।
০৪ আগস্ট ২০১৬ রাত ০৮:০৫
311659
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
375779
০২ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
০৪ আগস্ট ২০১৬ রাত ০৮:০৬
311660
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ফুলেল অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File