সুমিষ্ট সূরে..সূরা আল-ক্বাদর Rose Roseকাব্যানুবাদ

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৮ জুলাই, ২০১৬, ০৭:২০:৪১ সন্ধ্যা



আরম্ভ করছি মহান দয়ালু নামে আল্লাহ্র

পরম করুণাময় দাতা যিনি দয়ার ভাণ্ডার।

Rose

নিশ্চয়ই কোরআন নাযিল হয়েছে

এক মহিমান্বিত রাতে,

আপনি কি জানেন? কি আছে

এই ক্বদরের রজনীতে!!

Rose

মর্যাদাপূর্ণ এ রাতটি

হাজার মাসের চেয়ে উত্তম,

রবের আদেশে ভূপৃষ্ঠে

ফিরিশতাগণ করেন অবতরণ।

Rose

জিবরাঈলের বার্তায় আছে

কল্যাণ চিরন্তন,

ঊষার আবির্ভাব পর্যন্ত

শান্তি করেন আহ্বান।



বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375466
২৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম আপি। অনেক সুন্দর হয়েছে। কাব্যানুবাদ মাশাআল্লাহ
২৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
311314
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপি।

উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য ভীষণ আনন্দিত হলাম।

জাজাকাল্লাহু খাইর।
375469
২৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লিলাহী ওয়া বারাকাতুহু আপু ।
খুব সুন্দর !! জাজাকিল্লাহ আপু ।
২৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
311316
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আফ্রামনি।

অন্নেক দিন পর তোমার স্বতঃস্ফূর্ত উপস্থিতি মুগ্ধ করলো খুউব।

সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য ভীষণ আনন্দিত হলাম।

জাজাকাল্লাহু খাইর।
২৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
311317
সন্ধাতারা লিখেছেন : তোমার ভ্রমণ কাহিনী জানার অপেক্ষায়......
375475
২৮ জুলাই ২০১৬ রাত ০৮:২১
বিন হারুন লিখেছেন : السلام عليك
ছন্দে ছন্দে আল কুরআনের অনুবাদ খুব ভাল লাগল Happy
৩১ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৬
311458
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য ভীষণ আনন্দিত হলাম।

জাজাকাল্লাহু খাইর।
375477
২৮ জুলাই ২০১৬ রাত ০৮:৪২
আবু জান্নাত লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মা-শা আল্লাহ, মা-শা আল্লাহ
জাযাকিল্লাহ খাইর
৩১ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৯
311459
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি মুগ্ধ করলো অনেক। তবে কিছু উপদেশ রেখে গেলে আরও উপকৃত হতাম।

জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File