নিলীয়মান নিলম্বিত নিলয়ে....
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৬ জুলাই, ২০১৬, ০৬:১৭:৪৬ সন্ধ্যা
কল্পতরুর কল্লোলে কামিনী কাঞ্চন
কল্লোলিত কণ্টকভরা কুসুম কানন।
কাকলীর কৃষ্ণ আঁচড় হয় না শোধন
কালস্রোতে ভেসে যায় শুভ্র কাশবন।
কিশলয় মরু ঢাকা নেই তো কিরণ
আলোহীন ঘোর বরষায় নাহি বর্ষণ।
উদ্যম বাতাসে কুঞ্চিত কেশ উড়ে
কাঙ্গালিনী ছুটে কালবৈশাখীর ঝড়ে।
স্বপ্ন বিলাসী মন, মরে জ্বলে পুড়ে
বিদ্রূপ বাক্যে বক্ষস্থল আঁচড়ে পরে।
হৃদয়াবেগ ঝর্ণাধারা অশ্রু বর্ষণে
আঁধারিতে কূলে একা কষ্ট শ্রাবণে।
নিলীয়মান অভাগিনী ভস্ম হয়ে
নিস্তব্ধ রজনী নিলম্বিত নিলয়ে।
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হতাশ না হওয়ার পরামর্শ ও অনুরোধ রইলো। নিশ্চয়ই এভাবেই আল্লাহ্ পাক আমাদের ঈমানের পরীক্ষা নেন।
তোমার জন্য প্রাণভরা দোয়া। মহান রব তোমার সুপ্ত বাসনাগুলোকে পূর্ণ করুণ। আমীন।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
অন্নেক ভালো লাগলো।
অনেক ব্যস্ত সময় পার করছি, সময় করে বিস্তারিত জানাবো। অনেক অনেক ধন্যবাদ হে শ্রদ্ধেয়া।
অনুভব করছি আপনার ব্যস্ততা। তারপরও বিডি পরিবার অন্নেক মিস করে আপনাকে।
ব্যস্ততার ভীড়েও একটু সময় বিডি পরিবারের জন্য সযত্নে তুলে রাখুন!!!
প্লিজ...
সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য ভীষণ আনন্দিত হলাম।
জাজাকাল্লাহু খাইর।
ওয়াও ওয়াও!! আপনার কাব্যের মনমাতানো শব্দবুননে আমি মুগ্ধ।
উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য ভীষণ আনন্দিত হলাম।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন