ছোটদের “গ্রাজুয়েশন ডে”
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৫ জুলাই, ২০১৬, ০৭:৫৪:১১ সন্ধ্যা
গুঞ্জরিছে অলিপুঞ্জ নেচে গেয়ে
নব মঞ্জিলে,
ফুলেরা হেসে কুটি কুটি
দোলা দেয় দিলে।
সারি সারি তাজা ফুল
ফুটে শতদলে
সেজেছে পাখীরা আজি
নানা ঢঙয়ের ছলে।
বৃক্ষ শাখায় মনের সুখে
পাখী করে গান,
ঢেউয়ের সাথে করে মিতালী
সুমধুর কলতান।
ঝিলমিল প্রজাপতি উড়ে
পাখনা মেলে
হাসি আনন্দে বিভোর সবি
সুখছন্দ ঢেলে।
বর্ণাঢ্য বর্ণিল রঙে রাঙা
আলপনা আঁকা
স্বপ্নাবিষ্ট মন বলে
অদেখাকে দেখা।
রঙিন খামে আছে নাম
সনদ বিতরণে
হস্ততুলি পরশ মেখে
চাঁদের কিরণে।
মেয়েরা আসনে বসে
প্রজাপতি সাজে
ছেলেরা সেজেছে টাই-হ্যাট
নানা কারুকাজে।
খোকা খুকু আলোকিত
সমাপ্তির তীরে
মুগ্ধ মায়াময় আঁখিগুলো
স্বপ্নকে ঘিরে।
অনুভুতিঃ জীবনে এই প্রথম ৩-৪ বছরের শিশুদের গ্রাজুয়েশন ডে’র অভিভূত করা অভিজ্ঞতা।
বিষয়: বিবিধ
১২৪৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হৃদয়গ্রাহী মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার দোয়ায় আমীন।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন