অভিশপ্ত অপশাসন!!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৩ জুলাই, ২০১৬, ১১:১৫:৪৭ রাত
অবৈধ অপশাসন
জঙ্গিবাদের উত্থান।
ফুঁসছে আপামর জনগণ
জবরদস্তি ক্ষমতাহরণ।
চারিদিকে গণজাগরণ
আসন্ন গণবিস্ফোরণ।
জাগবেই জনগণ
হবেই হবে আন্দোলন।
জাকির নায়ক উদাহরণ
ভীতুরা চায় কণ্ঠহরণ।
পিস টিভি করে বন্ধ
মানুষের বাড়ছে দ্বন্দ্ব।
জাকির নায়েক তুমুল জনপ্রিয়
মিথ্যার বেসাতি হবেই নিষ্ক্রিয়।
জনগণ আজ কৃতদাস
জুলুম, খুন, রুদ্ধ বাস।
অবৈধ স্বৈরশাসক
ভোগান্তির চরম শাপ।
ভোটহীন ক্ষমতার তাপ।
হবে না তাদের মাফ।
খুন, গ্রেফতারি পরোয়ানা
লক্ষ টাকার জরিমানা।
সরকার প্রধান
দেশের দুশমন।
কবরস্থ গণতন্ত্র-নির্বাচন
বাংলাদেশ কি ফিলিস্তান?
ধ্বংসের কিনারায় ফেরাউন
করুণ পরিণতি অপেক্ষমাণ।
আর কত ভারতের গোলামী
দিচ্ছে দেশ ক্ষমতার সেলামী।
কেড়ে নেয় ইসলাম
ক্ষমতার এতো দাম?!
ছাড়তেই হবে অবৈধ সিংহাসন
দ্বারপ্রান্তে ঐতিহাসিক পতন।
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ধন্যবাদ
আপনার কি এখনো মন খারাপ আংকেল?
ড্রাইভিং এর খবর কি?
মনে অনেক টেনশণ। ফেল করলে আবারো ৩মাস পিছে পড়তে হবে।
আমি নিজেও.........
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
ঠিক বলেছেন ছোট ভাই। মানুষের বিবেক মরে গেছে, অনুভূতি শক্তি ভোঁতা হয়ে গেছে তাই!
ঈদ কেমন কাটলো? সবাই ভালো আছেন তো?
বাসার সবাই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান প্রস্তুতি নিয়ে কোমর বেধেঁ নেমেছেন. আজ বাবাকে সুন্দর করে বুঝিয়ে বলেছি, এই মহা প্রস্তুতির সাথে বিয়ের সব কিছুকে হালাল পন্থায় করার প্রস্তুতিটাও যেন ভালো হয়
যথার্থ অভিব্যক্তি!!
কেন ভাই?
মন্তব্য করতে লগইন করুন