স্বপ্নসঙ্গিনী
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৭ জুলাই, ২০১৬, ০৪:৫০:৩৬ বিকাল
স্বপ্নসঙ্গিনী তুমি, আমার প্রেয়সী
কোমল সহচরী, আরাধ্য মানসী।
গাঁথি মালা নিরালায় চিরন্তন বাসনায়
কদম্ব ফুলে পূর্ণ শাখা ঘোর বরষায়।
সুখ দীপ জ্বেলে রাখো অন্তরালে বসে
নক্ষত্রচুম্বী তুমি ছুঁয়ে থাকো মনের হরষে।
প্রেমে তুমি প্রিয়তমা নাহি কাটে ঘোর
লাল টুকটুক আর কচি কোমল অধর।
আঁখি যেন নয় দু’টি তৃষ্ণা জাগানিয়া
কি নামে ডাকি তোমা হে মানস প্রিয়া।
রূপে তুমি অপরূপা, ভোলা নাহি যায়
জন্ম জন্মান্তরে শুধু খুঁজি তোমায়।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার প্রেরণাদায়ক মন্তব্য আমার লিখার ক্ষেত্রে অনেক বেশী ভূমিকা রাখে মাশাআল্লাহ।
মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় সুস্থ রাখুন, ভালো রাখুন। এই প্রার্থনা।
আপনাকেও ঈদ মুবারক।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
ঈদ মুবারক।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
ঈদ মুবারক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ঈদ মোবারক। تقبل الله منا و منكم
আপনার উপস্থিতি দেখে অন্নেক আনন্দ লাগলো।
জান্নাত্মনিসহ সকলকেই ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক।
আপনি এখন কোন দেশে আংকেল?
মন্তব্য করতে লগইন করুন