সকলকেই ঈদ মোবারক!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৬ জুলাই, ২০১৬, ০৪:৪৬:৩৬ রাত
আজকে খুশীর নেইকো জুড়ি
উড়ছে মনে রঙ্গিন ঘুড়ি।
এলো খুশীর ঈদ
নেইকো চোখে নিদ।
আসমানে চাঁদ হাসে
খোকা খুকু রাশে।
ভোরে উঠে স্নান
বর্ষে হর্ষ প্রাণ।
পড়ে নতুন জামা
যায়না তাদের থামা।
বায়না বাবার সাথে
হয়েছে রফা রাতে।
পড়বে নামায ঈদগাহে
মহান রবের রাহে।
চলছে সবাই দলে দলে
তরুণ, বৃদ্ধ সদলবলে।
বাদশা ফকীর এক কাতারে
পড়বে নামায খোদার তরে।
নামায শেষে কোলাকুলি
দোস্ত-দুশমণ সবে মিলি।
খানাপিনা থরে থরে
খাচ্ছে সবাই তৃপ্তি ভরে।
দয়াময়ের সেরা উপহার
মাহে রমযানের পুরুস্কার।
খুশীর বন্যা প্রাণ জুড়ে
আনন্দ আবেশ ঘরে ঘরে।
আহা কী মধুর! ধর্মীয় স্বাদ
দিলে ভাসে আনন্দ চাঁদ।
গরীবের মনে আনন্দের বান
ধনীরা করবে দরাজ দান।
সৃষ্টিকর্তা বড় মেহেরবান
কর্মে মোরা মুসলমান।
সম্প্রীতির এক অপূর্ব মিলন
ঈদ আনন্দ ভ্রাতৃত্বের বন্ধন।
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
ঈদ মোবারক।
আপনাকেও ঈদ মোবারক।
আমীন। ছুম্মা আমীন।
আপনাকেও ঈদ মোবারক।
আপনাকেও ঈদ মোবারক।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
ঈদ মোবারক।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
ঈদ মোবারক।
আপনাকেও ঈদ মোবারক।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
খাওয়া দাওয়ার সব ঠিক ঠাক চলতেছে তো ছোট ভাই?
পুটীর মাকে নিয়ে ঈদ কেমন হল?
দু’জনকেই ঈদ মোবারক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ঈদ মোবারক, تقبل الله منا و منكم
আপনার উপস্থিতি দেখে অন্নেক আনন্দ লাগলো।
জান্নাত্মনিসহ সকলকেই ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক।
সবাই ভালো আছেন তো?
মন্তব্য করতে লগইন করুন