সকলকেই ঈদ মোবারক!Cheer Bee Thumbs Up Star Rose Good Luck

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৬ জুলাই, ২০১৬, ০৪:৪৬:৩৬ রাত



আজকে খুশীর নেইকো জুড়ি

উড়ছে মনে রঙ্গিন ঘুড়ি।

এলো খুশীর ঈদ

নেইকো চোখে নিদ।

আসমানে চাঁদ হাসে

খোকা খুকু রাশে।

ভোরে উঠে স্নান

বর্ষে হর্ষ প্রাণ।

পড়ে নতুন জামা

যায়না তাদের থামা।

বায়না বাবার সাথে

হয়েছে রফা রাতে।

পড়বে নামায ঈদগাহে

মহান রবের রাহে।

চলছে সবাই দলে দলে

তরুণ, বৃদ্ধ সদলবলে।

বাদশা ফকীর এক কাতারে

পড়বে নামায খোদার তরে।

নামায শেষে কোলাকুলি

দোস্ত-দুশমণ সবে মিলি।

খানাপিনা থরে থরে

খাচ্ছে সবাই তৃপ্তি ভরে।

দয়াময়ের সেরা উপহার

মাহে রমযানের পুরুস্কার।

খুশীর বন্যা প্রাণ জুড়ে

আনন্দ আবেশ ঘরে ঘরে।

আহা কী মধুর! ধর্মীয় স্বাদ

দিলে ভাসে আনন্দ চাঁদ।

গরীবের মনে আনন্দের বান

ধনীরা করবে দরাজ দান।

সৃষ্টিকর্তা বড় মেহেরবান

কর্মে মোরা মুসলমান।

সম্প্রীতির এক অপূর্ব মিলন

ঈদ আনন্দ ভ্রাতৃত্বের বন্ধন।



বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374079
০৬ জুলাই ২০১৬ সকাল ০৬:৫০
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার কবিতা।
০৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:১২
310417
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

ঈদ মোবারক।
374081
০৬ জুলাই ২০১৬ সকাল ০৭:১৭
নাবিক লিখেছেন : ঈদের শুভেচ্ছা Rose
০৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৩
310418
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনাকেও ঈদ মোবারক।
374085
০৬ জুলাই ২০১৬ সকাল ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ ঈদ মুবারক। ঈদের আনন্দ সবার ঘরে প্রবেশ করুক।
০৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৫
310419
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আমীন। ছুম্মা আমীন।
374087
০৬ জুলাই ২০১৬ সকাল ০৮:০৬
রাশেদ বিন জাফর লিখেছেন : আসসালামু আলাইকুম- ভালো লাগলো- ঈদ মোবারক
০৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:২০
310421
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনাকেও ঈদ মোবারক।

374099
০৬ জুলাই ২০১৬ দুপুর ০২:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঈদ মুবারক!!! Rose Rose Rose Rose Rose Rose Cook Cook Cook Cook Cook Cook
০৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:২১
310422
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনাকেও ঈদ মোবারক।
374112
০৬ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
কুয়েত থেকে লিখেছেন : উড়ছে মনে রঙ্গিন ঘুড়ি। এলো খুশীর ঈদ ভালো লাগলো ধন্যবাদ عيد مبارك كل عام وانتم بخير وتقبل الله طاعتكم وشكرا
০৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:২১
310423
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

ঈদ মোবারক।
374120
০৬ জুলাই ২০১৬ রাত ১০:১৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:২২
310424
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

ঈদ মোবারক।
374126
০৭ জুলাই ২০১৬ রাত ০২:০৪
০৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:২৩
310425
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনাকেও ঈদ মোবারক।
374139
০৭ জুলাই ২০১৬ সকাল ০৯:৩৮
দ্য স্লেভ লিখেছেন : ঈদ মোবারক। চমৎকার কবিতা
০৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:২৬
310426
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাইয়া।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

খাওয়া দাওয়ার সব ঠিক ঠাক চলতেছে তো ছোট ভাই?

পুটীর মাকে নিয়ে ঈদ কেমন হল?

দু’জনকেই ঈদ মোবারক।
০৮ জুলাই ২০১৬ রাত ০৩:১৫
310441
দ্য স্লেভ লিখেছেন : ঈদে ব্যপক খাইছি। এখন আবার নিজের রান্না শুরু হয়েছে। তাই খাওয়া জমছে না। ওদিকে পুটির মা ব্যপক ব্যস্ত। ঈদে তার বিরাট ব্যস্ততা। আপনকে ঈদ মোবারক Happy
১০ জুলাই ২০১৬ রাত ০১:৫১
310513
সন্ধাতারা লিখেছেন : হাহাহাহাহাহাহা..................।
১০
374236
০৯ জুলাই ২০১৬ দুপুর ০২:৪৫
আবু জান্নাত লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ঈদ মোবারক, Rose Rose Rose Rose تقبل الله منا و منكم
১০ জুলাই ২০১৬ রাত ০১:৫২
310514
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

আপনার উপস্থিতি দেখে অন্নেক আনন্দ লাগলো।

জান্নাত্মনিসহ সকলকেই ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক।

সবাই ভালো আছেন তো?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File