সূরে সূরে.. সূরা আল ফালাক্ব…সারগর্ভ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৩ জুন, ২০১৬, ১১:০৯:১৭ রাত
রহমানুর রহীম আল্লাহ্র নামে,
শুরু করি কর্ম এই ধরাধামে
(হে নবী) বলুন……
আমি আশ্রয় চাই ঊষার স্রষ্টার,
সকল অনিষ্ট থেকে তাঁর সৃষ্টির
পরিত্রাণ চাই তাদের হতে,
যখন ঘিরে থাকে গভীর অন্ধকার।
আর অনিষ্ট হতে সকল নারীর
যারা গ্রন্থিতে ফুঁ দিয়ে যাদু করে,
নিষ্কৃতির পথ খুঁজি,
হিংসুকের হিংসার জ্বলন স্মরে।
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
হে মনিব-মাওল! আশ্রয় চাই, পরিত্রাণ চাই-সকল অশুভ শক্তির খপ্পর থেকে। আমিন,জাযাকাল্লাহ!
আমীন। ছুম্মা আমীন।
৩য়টা ৪র্থ হয়েছে, আর ৪র্থটা ৩য় তে এসেছে।
একটু মোডিফাই হলে সুন্দর হবে।
শুকরিয়া।
পরে সংশোধন করে দেবো ইনশাআল্লাহ্।
মূল্যবান উপদেশের জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন