Cheer সুরে সুরে.. সূরা আর-রাহমান.. ভাবার্থ Cheer

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২১ জুন, ২০১৬, ১১:৪২:৪০ রাত



(আয়াতঃ ৬২-৭৮)

শুরু করি কর্ম রহমানুর রহীম আল্লাহ্‌র নামে,

অফুরান করুণা যিনি করেন বরিষণ এই ধরাধামে।

Cheer

এ উদ্যানদ্বয় ছাড়াও রয়েছে আরও দু’টি উদ্যান,

দয়াময় প্রভূর অনুগ্রহের এযে অপূর্ব দান।

Cheer

ঘন সবুজ রঙের এ দু’টি উদ্যান,

রবের অনুগ্রহের মিথ্যারোপ সত্যিই বেমানান!

Cheer

উভয় উদ্যানে আছে উচ্ছ্বলিত দুই প্রস্রবণ,

দয়াময় প্রভূর অনুগ্রহের এযে অপূর্ব দান।

Cheer

সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও আনার,

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?

Cheer

আরও আছে সেথা সুশীলা, অনিন্দ্য সুন্দরীগণ,

দয়াময় প্রভূর অনুগ্রহের এযে অপূর্ব দান।

Cheer

তাঁবুতে সুরক্ষিত রমণীগণ হবে সুলোচনা হুর,

রবের অনুগ্রহ সেথা থাকবে ভরপুর।

Cheer

এসব রমণীগণ ছিল মানুষ ও জ্বিনের স্পর্শের বাহিরে

ধরা ছোঁয়ার,

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?

Cheer

হেলান দিয়ে বসবে তারা, সেথা আছে

সুন্দর গালিচা বিছানো সবুজ চাদর,

রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?

Cheer

কোন অনুগ্রহকে করবে অস্বীকার যিনি তোমাদের রব?

যিনি বরকতময়, মহান মহিমাময় ও মহানুভব।



বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372791
২১ জুন ২০১৬ রাত ১১:৫১
নাবিক লিখেছেন : চমতকার, অপূর্ব, অসাধারণ।।। Rose
২২ জুন ২০১৬ রাত ১২:২৪
309518
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
372792
২১ জুন ২০১৬ রাত ১১:৫৫
ক্রুসেড বিজেতা লিখেছেন : শাব্দিক ব্যঞ্জনায় দারুন হয়েছে- বোন।
আল্লাহ্ সবাই কে উত্তম প্রতিদান দান করুন,, ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
২২ জুন ২০১৬ রাত ১২:২৫
309519
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

সুন্দর দোয়ায় আমীন।
২২ জুন ২০১৬ রাত ০৪:০৬
309534
ক্রুসেড বিজেতা লিখেছেন : ওয়া আলাইকুম সালাম - শ্রদ্ধেয়া বোন।
এক সমুদ্র ভালবাসা জানবেন ।
২২ জুন ২০১৬ বিকাল ০৪:৫০
309555
সন্ধাতারা লিখেছেন : শুকরিয়া।
372796
২২ জুন ২০১৬ রাত ১২:১২
দ্য স্লেভ লিখেছেন : আলহামদুলিল্লাহ চমৎকার। আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস কবুল করেন।
২২ জুন ২০১৬ রাত ১২:২৭
309520
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ছোট ভাই।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।
২২ জুন ২০১৬ রাত ০১:৩৩
309526
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম। আমিন দোয়ার সাথে
২২ জুন ২০১৬ বিকাল ০৪:৫১
309556
সন্ধাতারা লিখেছেন : ছুম্মা আমীন
372802
২২ জুন ২০১৬ রাত ১২:৫৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা-শা আল্লাহ, আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিক। বই আকারে বের হলে চমৎকার হবে। অনেক অনেক শুকরিয়া।

২২ জুন ২০১৬ বিকাল ০৪:৫৫
309558
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

উত্তম পরামর্শ। দোয়া করবেন।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
372804
২২ জুন ২০১৬ রাত ০৪:২০
শেখের পোলা লিখেছেন : আস সালামু আলায়কুম, চমৎকার। মাশাআল্লাহ। জাজাকাল্লাহু খাইরান।
২২ জুন ২০১৬ বিকাল ০৪:৫৭
309560
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

ভাল থাকবেন। দোয়া রইলো।
372812
২২ জুন ২০১৬ সকাল ০৫:৩৫
কুয়েত থেকে লিখেছেন : السلام عليكم ورحمةالله وبركاته ماشاءالله جزاك الله خيراঅনুগ্রহের মিথ্যারোপ সত্যিই বেমানান ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২২ জুন ২০১৬ বিকাল ০৪:৫৮
309561
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
372826
২২ জুন ২০১৬ দুপুর ০১:৫৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাযাকাল্লাহ! আপনার কলম আরো বেশি শাণিত হোক।..
২২ জুন ২০১৬ বিকাল ০৪:৫৯
309562
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File