সুরে সুরে.. সূরা আর-রাহমান.. ভাবার্থ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২১ জুন, ২০১৬, ১১:৪২:৪০ রাত
(আয়াতঃ ৬২-৭৮)
শুরু করি কর্ম রহমানুর রহীম আল্লাহ্র নামে,
অফুরান করুণা যিনি করেন বরিষণ এই ধরাধামে।
এ উদ্যানদ্বয় ছাড়াও রয়েছে আরও দু’টি উদ্যান,
দয়াময় প্রভূর অনুগ্রহের এযে অপূর্ব দান।
ঘন সবুজ রঙের এ দু’টি উদ্যান,
রবের অনুগ্রহের মিথ্যারোপ সত্যিই বেমানান!
উভয় উদ্যানে আছে উচ্ছ্বলিত দুই প্রস্রবণ,
দয়াময় প্রভূর অনুগ্রহের এযে অপূর্ব দান।
সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও আনার,
রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?
আরও আছে সেথা সুশীলা, অনিন্দ্য সুন্দরীগণ,
দয়াময় প্রভূর অনুগ্রহের এযে অপূর্ব দান।
তাঁবুতে সুরক্ষিত রমণীগণ হবে সুলোচনা হুর,
রবের অনুগ্রহ সেথা থাকবে ভরপুর।
এসব রমণীগণ ছিল মানুষ ও জ্বিনের স্পর্শের বাহিরে
ধরা ছোঁয়ার,
রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?
হেলান দিয়ে বসবে তারা, সেথা আছে
সুন্দর গালিচা বিছানো সবুজ চাদর,
রবের কোন অনুগ্রহকে তোমরা করবে অস্বীকার?
কোন অনুগ্রহকে করবে অস্বীকার যিনি তোমাদের রব?
যিনি বরকতময়, মহান মহিমাময় ও মহানুভব।
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আল্লাহ্ সবাই কে উত্তম প্রতিদান দান করুন,, ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
সুন্দর দোয়ায় আমীন।
এক সমুদ্র ভালবাসা জানবেন ।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।
উত্তম পরামর্শ। দোয়া করবেন।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
ভাল থাকবেন। দোয়া রইলো।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
ব্যস্ততা সত্ত্বেও আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন