এক গুণবতী রমণীর কথা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৯ জুন, ২০১৬, ০৮:৪৬:২৪ রাত
হযরত উতবী (রাহঃ) থেকে বর্ণিত। একদা হযরত উতবী (রাহঃ) বসরা শহরের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, অকস্মাৎ তাঁর দৃষ্টিতে পড়লো অনিন্দ্য রূপবতী এক নজরকাড়া রমণীর। যিনি কুৎসিত কদাকার এক বয়োবৃদ্ধের সাথে হাসি তামাশায় মত্ত। প্রাণ জুড়ানো মিষ্টি মিষ্টি কথা বলে লোকটির মুখে অনবরত হাসি ফুটিয়ে তুলছে।
হযরত উতবী (রাহঃ) মেয়েটির কাছে গিয়ে ব্যক্তিটির পরিচয় জিজ্ঞেস করলেন। উত্তরে মেয়েটি বললো উনি আমার পতি। তিনি বললেন, তুমি এতো অসাধারণ রূপসী হওয়া সত্ত্বেও কীভাবে এই বীভৎস চেহারার লোকটিকে স্বামী হিসাবে বরণ করে নিলে। আর কীভাবেই বা এতো ধৈর্যধারণ করলে?
মেয়েটি জবাবে বললো, সে আমাকে পেয়ে আল্লাহ্র শোকর গোজার করে, আর আমি তাঁকে পেয়ে ধৈর্য অবলম্বন করি। কারণ হাদীসে বলা হয়েছে, শোকরকারী ও ধৈর্যশীল উভয়েই জান্নাতি। তারপরও কি আমি আল্লাহ্ পাকের দানে সন্তুষ্টি প্রকাশ করবো না? মেয়েটির জবাব শুনে আমি নিরুত্তর হয়ে হয়ে রইলাম। তারপর ধীরে ধীরে নিজের পথে চলতে লাগলাম। (খুলুকুল মুমিনঃ ৭৩)
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
যথার্থ মূল্যায়ন। স্বামী স্ত্রীর সম্পর্ক মূলতঃ অন্তরের হওয়া উচিৎ, বাহ্যিক নয়।
খুব কম মানুষের ভাগ্যেই তা জোটে। সহমত।
চমৎকার মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
দারুণ শিক্ষণীয় কথা বলেছেন। মাশাআল্লাহ।
চমৎকার মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মহান প্রভু সর্বাবস্থায় আপনার সুস্থতাসহ মঙ্গল করুণ। প্রার্থনা রইলো।
আপনার ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার উপস্থিতি ও অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
চিন্তিত কেন ভাইয়া?
তেমমমমোনি নাররররাও এরররকম গুনোবতী নারিজন্ম দেয়াতেও অক্ষম হয়ে গেছছে তাই চিন্তিত
আপনার মূল্যবান উপস্থিতি ও ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
বর্তমানে মেয়েরাতো হীরো ছেলে ছাড়া পছন্দ করেনা। আর ছেলেরাও নর্তকী ছাড়া মন বসায় না। (বেশির ভাগ)।
যথার্থই বলেছেন। তবে দাম্পত্য জীবনে এরা খুব কমই সুখী হতে পারে।
আপনার মূল্যবান উপস্থিতি ও গুরুত্বপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন