;Winking কৃষ্ণ রাত্রি ;Winking

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৭ জুন, ২০১৬, ১১:১৩:৫৫ রাত



সিপাহীর শিরায় নাহি বহে

উষ্ণ রক্তধারা

ফাগুনের পলাশ রক্তলাল

ঝরছে আগুনঝরা।

;Winking

অসুরের গর্জনে

গর্জে না তলোয়ার

মৃতবিবেক নাহি জাগে

রুদ্ধ দুয়ার।

;Winking

শাসকের নিপীড়ন

অসহ্য বাঁধনহারা

সীমাহীন যাতনায়

আঁখিতে আঁসুর ধারা

;Winking

ঐক্যহীন মুসলিম বন্দী

স্বার্থের খোলসে

বোধোদয় নাহি হবে

মলিত দূর্বা ঘাসে।

;Winking

দ্বীনহীন জাতি

অতি উদাসীন

অসহায়ের তরে নেই

জান কবুল মুজাহিদীন।

;Winking

তাইতো আজি বিজয় গর্বে

উড়ে না নিশান

ভ্রান্ত মানব উল্লাসে মত্ত

পথভ্রষ্ট নবীন, কৃষাণ।



বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372314
১৭ জুন ২০১৬ রাত ১১:৩২
অনেক পথ বাকি লিখেছেন : রক্ত গরম করা কবিতা ,, ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ জুন ২০১৬ সকাল ০৮:০৯
309121
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।
উৎসাহব্যঞ্জক মন্তব্যের আন্তরিক মুবারকবাদ।
আপনার জন্য রইলো দোয়া ও শুভেচ্ছা।
372317
১৭ জুন ২০১৬ রাত ১১:৪৮
নাবিক লিখেছেন : ঐক্যহীন মুসলিম
বন্দী
স্বার্থের খোলসে
বোধোদয় নাহি হবে
মলিত দূর্বা ঘাসে।
১৮ জুন ২০১৬ সকাল ০৮:১০
309125
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
372320
১৮ জুন ২০১৬ রাত ০১:২২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কবিতা তো নয় যেন রণসঙ্গীত। মা-শা আল্লাহ হাতের ঝশ আছে বলত হব।
১৮ জুন ২০১৬ সকাল ০৮:৩১
309131
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

আপনার সরব উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক প্রেরণা আনন্দিত করলো অনেক।

আপনার এ অমূল্য মন্তব্য আমার লিখার জগতে প্রেরণার উৎস এবং পাথেয় হয়ে রবে ইনশাআল্লাহ্‌।

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
372322
১৮ জুন ২০১৬ রাত ০১:৩০
মোঃ কবির হোসেন লিখেছেন : ঘুমিয়ে ছিল বিবেক আমার গভীর ঘুমে
তোমার তেজজক্রীয় আলোতে ঘুম থেকে
জেগে দেখি আমি ঘুর অন্ধকারে

মানুষতু দেখিনা আমি অমন আধারে
দাবীদার মানুষ দেখি সব পশু জন্তু রুপে
১৮ জুন ২০১৬ সকাল ০৮:৩৫
309132
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার অসাধারণ সুন্দর মন্তব্যটি মুগ্ধ করলো।

আপনার সরব মূল্যবান উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
372327
১৮ জুন ২০১৬ রাত ০২:২৪
শেখের পোলা লিখেছেন : আস সালামু আলায়কুম। ঘুমন্তকে জাগানো সহজ কিন্তু জেগে ঘুমন্তকে জাগানো সহজ নয়। কবিতা মা শাআল্লাহ সুন্দর হয়েছে। ধন্যবাদ।
১৮ জুন ২০১৬ সকাল ০৮:৩৮
309133
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় শ্রদ্ধেয় ভাইয়া।

বরাবরের ন্যায় আপনার সরব উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক প্রেরণা আনন্দিত করলো অনেক।

আপনার অসাধারণ সুন্দর মন্তব্যটি জন্য জাজাকাল্লাহু খাইর।
372330
১৮ জুন ২০১৬ রাত ০৩:৪৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রমাদ্বান কোরান নাযিলের মাস, এই মাসে কোরান আমরা অন্যান্য সময়ের তুলনায় একটু বেশী তিলাওয়াত করি। কোরানেই এসেছে বেশী বেশী চিন্তা ভাবনা করতে। আল্লাহ আমাদের অন্তরকে খুলে দিন , ঘুম থেকে, গাফিলতি থেকে, অলসতা থেকে জাগিয়ে তুলুন ।

জাযাকিল্লাহ আপু Good Luck Rose Star Angel
১৮ জুন ২০১৬ সকাল ০৮:৪১
309134
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপি।

বিবেককে নাড়া দেয়ার মত একটি মন্তব্য মাশাআল্লাহ।

তোমার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

দোয়া ও শুভেচ্ছা নিরন্তর।
Good Luck Love Struck Good Luck
১৯ জুন ২০১৬ রাত ০২:১০
309200
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক শুকরিয়া আপু……জন্য। Good Luck Love Struck Good Luck
372371
১৮ জুন ২০১৬ দুপুর ০২:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
আস্ সালামু আলাইকুম।
সুন্দর উপল্ব্ধি,জাযাকাল্লাহ।
১৯ জুন ২০১৬ রাত ০২:১২
309201
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাইয়া।

আপনার মূল্যবান সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
372432
১৮ জুন ২০১৬ রাত ১০:৩৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ছোট থাকতে আমি আবৃত্তি করতাম। একটা কবিতা মনে আছে কাজি নজরুলের- কোথা সে আজাদ? কোথা সে পূর্ণ মুক্ত মুসলমান? আল্লাহ ছাড়া করেনা কারেও ভয়, কোথা সেই প্রাণ? কোথা সে আরিফ, কোথা ঈমান? কোথা সে শক্তিধর, মুক্ত যাহার বাণী শুনি কাপে ত্রিভুবন থরথর? কে পিয়েছে সে তৌহিদসুধা পরমামৃত হায়! যাহারে হেরিয়া পরান পরম শান্তিতে ডুবে যায়...
অনেক বিরাট কবিতা তালগোল পাকিয়ে এটুকুই মনে আছে। আসলে কি বলব আমি নিজেই তো নিজের দিক তাকিয়ে দেখি আমি দুনিয়াপ্রেমী। কাল যখন মৃত্যুর কাছাকাছি পৌছে গিয়েছিলাম তখন বারবার ভাবছিলাম আমার কোন ভাল আমল আছে কিনা যেটা দিয়ে কবরে পার পাব? দেখলাম কিছুই নেই। তাই মনে হয় আল্লাহ একটা সুযোগ দিলেন
১৯ জুন ২০১৬ রাত ০২:১৫
309202
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপু।

তোমার মন্তব্যটুকু মনে যেন শক্তি এনে দিল। অনেক সুন্দর কথাগুলো মাশাআল্লাহ।

প্রেরণাপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File