সুরে সুরে.... সূরা আন নাস ভাবানুবাদ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৭ জুন, ২০১৬, ০৩:৫১:২১ রাত
শুরু করি কর্ম রহমানুর রহীম আল্লাহ্র নামে,
অফুরান করুণা যিনি করেন বরিষণ এই ধরাধামে।
(হে নবী), বলুন ----
আমি আশ্রয় চাই মানুষের মহান অধিপতির
আমি আশ্রয় চাই মানুষের শক্তিধর উপাস্যের।
আমি আশ্রয় চাই মানুষের বাদশাহের
আমি আশ্রয় চাই মানুষের মনিবের।
যে অনিষ্ট ও কুমন্ত্রণা যোগায় মনুষ্য হৃদয়ে,
আসে তারা জ্বিন ও মানুষের বেশ নিয়ে।
বেঁচে থাকতে সচেষ্ট, অনিষ্ট ও কুমন্ত্রণার,
পতিত না হই যেন জ্বিন ও মানব যন্ত্রণার।
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আমার জন্য দোয়ার আবেদন রইলো।
আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আমার জন্য দোয়ার আবেদন রইলো।
বেঁচে থাকতে সচেষ্ট, অনিষ্ট ও কুমন্ত্রণার,
পতিত না হই যেন জ্বিন ও মানব যন্ত্রণার।
এই আয়াতদ্বয় যেন বারবার আমার মনে আসে।
তোমার সুন্দর উপস্থিতি ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আমার জন্য দোয়ার আবেদন রইলো।
জাযাকিল্লাহ খাইরান
বরাবরের ন্যায় আপনার সরব উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক প্রেরণা আনন্দিত করলো অনেক।
আপনার জন্য দোয়া ও শুভেচ্ছা নিরন্তর।
আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য দোয়া ও শুভেচ্ছা নিরন্তর।
মাশাআল্লাহ!
জাযাকাল্লাহ।।
আপনার মূল্যবান সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন